সারদাকাণ্ডে এসসি ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকারকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, সুদীপ্ত সেনের সহযোগী ও কোম্পানির এজেন্ট অরিন্দম দাসকে তলব করেছে। দেবব্রত সরকারকে বুধবার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-বিদ্রোহী বিধায়করা, আজই কি মুখ্যমন্ত্রী বদল উত্তরাখণ্ডে?

এক সংবাদমাধ্যমকে দেবব্রত জানান, “আমায় কেউ ডাকেনি। ইডির তরফে আমার থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে। আমি নিজেও যেতে পারি অথবা কোনো প্রতিনিধির হাত দিয়ে পাঠিয়ে দেব।” অরিন্দম দাসকে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।
