Friday, November 7, 2025

কেরলের ক্ষমতায় ফিরছে বামেরা, কংগ্রেস পিছিয়ে, প্রায় মুছে যাচ্ছে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়

Date:

Share post:

তাহলে কি আরও একবার ধাক্কা খেতে চলেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ইমেজ’?

২০১৯-এর লোকসভা নির্বাচনের ফল রাহুলের (RAHUL GANDHI) গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলো৷ সেই প্রশ্নের উত্তর দিতে কেরলের বিধানসভা ভোটকে (Kerala Assembly Election 2021) হাতিয়ার করেছেন ওই রাজ্য থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ৷ কেরলের সাংসদ হওয়ার কারনে ওই রাজ্যে দলকে ক্ষমতায় আনার অনেকখানি দায় রাহুল গান্ধীর৷ তাছাড়া নিজের তলিয়ে যাওয়া ইমেজ ভাসিয়ে তোলার বিষয়েও কেরলের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুলের কাছে৷

কিন্তু Times Now- CVoter-এর সমীক্ষা রিপোর্ট, পথে বসিয়েছে কংগ্রেস তথা রাহুল গান্ধীকে৷ ওই সমীক্ষা বলছে, কেরলে ফের বইতে চলেছে লাল-ঝড়৷

প্রাক নির্বাচনী ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, হাত এবং পদ্মকে প্রায় মুছে দিয়ে দুই- তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছেন বামেরা, পিনারাই বিজয়নের হাত ধরে (Pinarayi Vijayan)৷ বলা হয়েছে চার দশকের ‘মিথ’ খান খান করে এই প্রথমবার কেরালার মসনদে হচ্ছে না পালাবদল।

সমীক্ষা জানিয়েছে, ১৪০ আসনের কেরালার বিধানসভায় ম্যাজিক ফিগার ৭১। আর ৭১-এর থেকে অনেক এগিয়ে, কমপক্ষে ৮২টি আসন দখল করতে চলেছে সিপিএম নেতৃত্বাধীন LDF-জোট৷ এই লড়াইয়ে বহু পিছিয়ে কংগ্রেস। সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, কংগ্রেসের নেতৃত্বাধীন UDF পেতে পারে মাত্র ৫৬টি আসন।
২০১৬-র নির্বাচনে ৪৭টি আসন পায় কংগ্রেস ৷ ‘ সমীক্ষায় ইঙ্গিত, কংগ্রেসের ক্ষমতায় ফেরার আশা প্রায় নেই৷

পাশাপাশি বলা হয়েছে, কেরলে বিজেপি বহু যোজন পিছিয়েই থাকবে। মোদি-শাহের দল পেতে পারে ৩ থেকে ৭টি আসন।

পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে পিনারাই বিজয়ন অনেক এগিয়ে। প্রায় ৪২.৩ শতাংশ মানুষ তাঁকেই আবার মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান৷ বিজয়নের পরেই আছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উমান চণ্ডী। ১৮ শতাংশ নাগরিক তাঁকেই মুখ্যমন্ত্রী চান।

তবে এই সমীক্ষায় উঠে এসেছে বেশ গুরুত্বপূর্ণ
তথ্য৷ কেরালার ৫৫.৮ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান৷ আর মাত্র ৩১.৯ শতাংশ মানুষ নরেন্দ্র মোদিকে এই পদের যোগ্য মনে করেন।

Advt

spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...