Sunday, January 11, 2026

বিদ্রোহী বিধায়করা, আজই কি মুখ্যমন্ত্রী বদল উত্তরাখণ্ডে?

Date:

Share post:

বিজেপি শাসিত উত্তরাখণ্ডে(Uttarakhand assembly election) বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। ২০২২-এই ভোট । আর তার ঠিক এক বছর আগেই মুখ্যমন্ত্রীকে সরানোর দাবি উঠল রাজ্যে। দলের বিধায়কদেরই প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন (Chief minister trivendra Singh Rawat) মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। আর এই বিদ্রোহের জের এতটাই যে, দল কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই নিজে পদত্যাগ করতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে বিকেলেই সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। রাজ্যপালের সঙ্গেও দেখা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর কর্মদক্ষতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিধায়কেরা। মুখ্যমন্ত্রী পদে ত্রিবেন্দ্র সিং থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজ্যে দল ক্ষমতা হারাত পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে অমিত শাহেরও মুখোমুখি হয়েছিলেন তিনি। এমনকী তাঁকে সরিয়ে কাকে মুখ্যমন্ত্রী করা যেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। নাম উঠে এসেছে দুই কেন্দ্রীয় মন্ত্রীর, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও ধন সিং রাওয়াত।

 

 

 

এই টালমাটাল পরিস্থিতিতে দুই অবজারভার রামণ সিং ও দুষ্যন্ত গৌতমকে তড়িঘড়ি দেরাদুন পাঠানো হয়েছে। ধন সিং রাওয়াতকেও দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে দেরাদুনে। ওই রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। তাঁদের সঙ্গে কথা বলে রিপোর্ট জমা দিয়েছেন দুই অবজারভার। সেই রিপোর্টে বলা হয়েছে, ত্রিবেন্দ্র সিং রাওয়াতের নেতৃত্বে বিজেপির পুনরায় নির্বাচিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি কথা

বলেন না বলেও অভিযোগ উঠেছে।

 

Advt

 

spot_img

Related articles

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...