Wednesday, November 5, 2025

বিদ্রোহী বিধায়করা, আজই কি মুখ্যমন্ত্রী বদল উত্তরাখণ্ডে?

Date:

বিজেপি শাসিত উত্তরাখণ্ডে(Uttarakhand assembly election) বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। ২০২২-এই ভোট । আর তার ঠিক এক বছর আগেই মুখ্যমন্ত্রীকে সরানোর দাবি উঠল রাজ্যে। দলের বিধায়কদেরই প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন (Chief minister trivendra Singh Rawat) মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। আর এই বিদ্রোহের জের এতটাই যে, দল কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই নিজে পদত্যাগ করতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে বিকেলেই সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। রাজ্যপালের সঙ্গেও দেখা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর কর্মদক্ষতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিধায়কেরা। মুখ্যমন্ত্রী পদে ত্রিবেন্দ্র সিং থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজ্যে দল ক্ষমতা হারাত পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে অমিত শাহেরও মুখোমুখি হয়েছিলেন তিনি। এমনকী তাঁকে সরিয়ে কাকে মুখ্যমন্ত্রী করা যেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। নাম উঠে এসেছে দুই কেন্দ্রীয় মন্ত্রীর, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও ধন সিং রাওয়াত।

 

 

 

এই টালমাটাল পরিস্থিতিতে দুই অবজারভার রামণ সিং ও দুষ্যন্ত গৌতমকে তড়িঘড়ি দেরাদুন পাঠানো হয়েছে। ধন সিং রাওয়াতকেও দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে দেরাদুনে। ওই রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। তাঁদের সঙ্গে কথা বলে রিপোর্ট জমা দিয়েছেন দুই অবজারভার। সেই রিপোর্টে বলা হয়েছে, ত্রিবেন্দ্র সিং রাওয়াতের নেতৃত্বে বিজেপির পুনরায় নির্বাচিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি কথা

বলেন না বলেও অভিযোগ উঠেছে।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version