Thursday, August 28, 2025

বাংলায় একুশের ভোট (WB assembly election 2021) ৮ দফায় ভোট কেন? এই সিদ্ধান্তে সংবিধান লঙ্ঘিত হয়েছে৷

এই অভিযোগের ভিত্তিতে রুজু করা জনস্বার্থ মামলা (PIL) মঙ্গলবার খারিজ করে দিলো সুপ্রিমকোর্ট (Supreme Court)।
সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলাটি করেছিলেন আইনজীবী এম এল শর্মা। শীর্ষ আদালতে পেশ করা হলফনামায় তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ ও ২১ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘিত হচ্ছে। তাঁর বক্তব্য, “এমন কোনও আইন নেই যে আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন ৫ রাজ্যে ভোটগ্রহণের বিষয়ে নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে পারে। অন্য রাজ্যে যেখানে মূলত ১ দফাতেই ভোট হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে ৮ দফায় কেন? যেখানে পশ্চিমবঙ্গে কোনও সন্ত্রাসবাদীদের হামলা হয়নি বা যুদ্ধবিধ্বস্তও নয়। এটা স্পষ্টতই সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন।

এদিন এই আবেদন সরাসরি খারিজ করেছেন দেশের প্রধান বিচারপতির বেঞ্চ৷ এবং আবেদনকারীকে পরামর্শ দিয়েছেন, ইচ্ছা থাকলে হাইকোর্টে গিয়ে মামলা করার ৷ প্রধান বিচারপতি বলেছেন, “আমরা এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না”৷এদিন সুপ্রিম কোর্টে দেশের নির্বাচন কমিশনের তরফে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে।
পাশাপাশি, নির্বাচনী প্রচারে ‘জয় শ্রী রাম’ স্লোগানের ব্যবহার নিয়েও অভিযোগ এনেছিলেন ওই আবেদনকারী৷ এ প্রসঙ্গে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই ইস্যুতেও চাইলে মামলাকারী হাইকোর্টে যেতে পারেন।

 

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version