বুধবার আইলিগে( i-league) চ্যাম্পিয়নশিপের রাউন্ডে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club) । প্রতিপক্ষ রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি( roundglass punjab fc)। শেষ ম্যাচে ট্রাউ এফসির কাছে ৪-০ গোলে হেরেছিল শঙ্করলাল চক্রবর্তীর দল। তবে বুধবারের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জয় চাইছেন সাদা-কালো কোচ।
এদিন সাংবাদিক সম্মেলনে শঙ্করলাল বলেন,” ট্রাউ ম্যাচে আমরা ভাল শুরু করেছিলাম। কিন্তু গোল খাওয়ার পর নড়বড়ে হয়ে পড়ি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। শেষ ম্যাচের ভুল শুধরে পাঞ্জাব ম্যাচে ঘুরে দাড়াতে চাই।”
আইলিগের প্রথম লেগে পাঞ্জবের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল সাদা-কালো ব্রিগেড। তবে বুধবারের ম্যাচে ড্র নয়, জয় চাইছেন শঙ্করলাল। এদিন পাঞ্জাবকে সমীহ করে শঙ্করলাল বলেন,” পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ সহজ হবে না। এটি একটি কঠিন ম্যাচ হবে, কিন্তু আমাদের জিততে হবে।”
আরও পড়ুন:আইসিসির বিচারে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হলেন অশ্বিন