Tuesday, May 13, 2025

তৃণমূলে মা পিয়া, প্রেমিকা কৌশানি ঘাসফুলের প্রার্থী হলেও বিজেপিতে যোগ বনি সেনগুপ্তর

Date:

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লড়াই-আদর্শে অনুপ্রাণিত হয়ে সম্প্রতি IMPA প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন। পিয়াদেবীর সঙ্গে তাঁর হবু পুত্রবধূ অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও (Koushani Mukherjee) যোগ দিয়েছিলেন ঘাসফুল শিবিরে। শুধু তাই নয়, কৌশনি এবার শাসক দলের প্রার্থী। কিন্তু একেবারে উল্টোপথে হেঁটে বিজেপিতে (BJP) যোগ দিলেন পিয়া সেনগুপ্তের ছেলে ও কৌশনির প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত (Boni Sengupta)। আজ, বুধবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন অভিনেতা বনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। আর বিজেপিতে যোগ দিয়ে বনি মন্তব্য, ”মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মতো চলব। জয় শ্রীরাম”।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বনির মা তথা IMPA সভাপতি পিয়া সেনগুপ্ত। তৃণমূলে যোগ দিয়ে বনির মা পিয়া সেনগুপ্ত বলেছিলেন, ”আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ও কর্মী হিসাবে। ছোট থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। আমার বাবা অভিনেতা সুখেন দাস দিদিকে ভীষণ স্নেহ করতেন, সম্মান করতেন। সেই সময় থেকে তাঁর সমস্ত কর্মযোগ্য দেখে বড় হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের পাশে থাকতে দেখেছি। তৃতীয়বারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। অঙ্গীকার করছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে দলের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।”

হবু শ্বাশুড়ির সঙ্গে একইদিনে অভিনেত্রী তথা বনির প্রেমিকা বলেই পরিচিত কৌশানি মুখোপাধ্যায়ও তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তরের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীও হয়েছেন কৌশানি। ভোটের প্রচারে অভিনেত্রী ইতিমধ্যেই কৃষ্ণনগরে ঘর ভাড়া নিয়ে থাকা শুরু করেছেন। এখন দেখার, বিজেপি বনিকে ভোটের টিকিট দেয় কি-না!

আরও পড়ুন- ঘুষি মেরে নাক ফাটিয়ে দিলেন জোমাটোর এক কর্মী, অভিযোগ এক মহিলার

 

 

 

Related articles

শান্তি প্রতিষ্ঠায় বাণিজ্যের শর্ত ছিল না: ট্রাম্পের দাবি নস্যাৎ ভারতের

বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েই কার্যত ভারত ও পাকিস্তানকে সংঘর্ষ থেকে বিরত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রকাশ্যে বাণিজ্যের...

সীমান্তের সমস্যায় বাড়ি ফিরতে পারেননি, একাই প্রস্তুতি চালাচ্ছেন সুহেল ভাট

পহেলগামে(Pahalgam) নৃশংশ ঘটনা। তারপর থেকেই উত্তপ্ত হয়েছিল সীমান্ত। আইএসএল(ISL) জেতার পর ঘরের ফেরার ইচ্ছা থাকলেও ফিরতে পারেননি সুহেল...

একাকীত্বের কারণে মনমরা ছিলেন প্রীতম! জানালেন পুত্রহারা রিঙ্কু

একা থাকতে কষ্ট হচ্ছিল। যত্ন হচ্ছিল না ঠিক মতো। নিজের কাছে ছেলেকে নিয়ে আসতে চাইছিলেন। পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ...

বিশ্ব পরিবেশ দিবসের আগে ৫০০টি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর উদ্যোগ রাজ্যের 

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার আগেই রাজ্য জুড়ে ৫০০টি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর পরিকল্পনা...
Exit mobile version