Sunday, November 16, 2025

কোভ্যাক্সিন কতটা নিরাপদ? জানল আন্তর্জাতিক মেডিকেল জার্নাল

Date:

Share post:

একসময় প্রশ্ন উঠে ছিল ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন কতটা নিরাপদ। আদৌ কি নিরাপদ? ভারতে ইতিমধ্যে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয়েছে। শুধুমাত্র কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে। এরই মধ্যে কোভ্যাক্সিনকে সম্পূর্ণ নিরাপদ বলে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেট-এ। সঙ্গে আরও বলা হয়েছে ভারত বায়োটেক-এর করোনা ভ্যাক্সিন নিরাপদ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

রিপোর্টের শুরুতে বলা হয়েছে,’প্রথম ডোজের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়ার পর BBV152-এর রোগ প্রতিরোধ ক্ষমতা ও কতটা নিরাপদ তাই নিয়ে আমরা অন্তর্বর্তী রিপোর্ট পেশ করতে চলেছি।’ ক্লিনিকাল ট্রায়ালে দেখা গিয়েছে, দ্বিতীয় ডোজের তিন মাস পরেও কোভ্যাক্সিনের প্রভাবে শরীরের করোনা প্রতিরোধকারী শক্তিশালী অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে। দ্বিতীয় দফারর ট্রায়ালেও ভালো ফল মিলেছে কোভ্যাক্সিনের। এছাড়াও কোভ্যাক্সিন স্থানান্তর ও সংরক্ষণের ক্ষেত্রে আদর্শ তাপমাত্রাও যাচাই করা হয়। সেই অনুযায়ী ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলেই ভালো থাকবে কোভ্যাক্সিন। সাধারণত এই তাপমাত্রায় বেশ কিছু টিকা ও ওষুধ সংরক্ষণ করা হয়।

আরও পড়ুন-উদ্বেগ বাড়ছে, শহরে ব্রিটেনের করোনা-স্ট্রেন মিলেছে আরও ৪ জনের শরীরে, আক্রান্ত বেড়ে ১০

ল্যান্সেটের এই ট্রায়ালে অনেকেই অংশ নেন। তাঁদের মধ্যে ১২-১৮ বছর ও ৫৫-৬৫ বছরের স্বেচ্ছাসেবীরা ছিলেন। ল্যান্সেট জানিয়েছে, এর পরবর্তী পর্যায়ের স্টাডি হিসাবে ৬৫-র ঊর্ধ্বে ও শিশুদের নিয়ে ট্রায়াল প্রয়োজন। এছাড়াও বিভিন্ন স্থানের বিভিন্ন জাতির মানুষের উপরেও এই পরীক্ষা করা উচিত বলেও উল্লেখ করা হয়েছে। চলতি মাসেই কোভ্যাক্সিনের কার্যকারিতা ৮১% বলে দাবি করেছে ভারত বায়োটেক।

Advt

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...