Sunday, November 9, 2025

কোভ্যাক্সিন কতটা নিরাপদ? জানল আন্তর্জাতিক মেডিকেল জার্নাল

Date:

Share post:

একসময় প্রশ্ন উঠে ছিল ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন কতটা নিরাপদ। আদৌ কি নিরাপদ? ভারতে ইতিমধ্যে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয়েছে। শুধুমাত্র কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে। এরই মধ্যে কোভ্যাক্সিনকে সম্পূর্ণ নিরাপদ বলে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেট-এ। সঙ্গে আরও বলা হয়েছে ভারত বায়োটেক-এর করোনা ভ্যাক্সিন নিরাপদ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

রিপোর্টের শুরুতে বলা হয়েছে,’প্রথম ডোজের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়ার পর BBV152-এর রোগ প্রতিরোধ ক্ষমতা ও কতটা নিরাপদ তাই নিয়ে আমরা অন্তর্বর্তী রিপোর্ট পেশ করতে চলেছি।’ ক্লিনিকাল ট্রায়ালে দেখা গিয়েছে, দ্বিতীয় ডোজের তিন মাস পরেও কোভ্যাক্সিনের প্রভাবে শরীরের করোনা প্রতিরোধকারী শক্তিশালী অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে। দ্বিতীয় দফারর ট্রায়ালেও ভালো ফল মিলেছে কোভ্যাক্সিনের। এছাড়াও কোভ্যাক্সিন স্থানান্তর ও সংরক্ষণের ক্ষেত্রে আদর্শ তাপমাত্রাও যাচাই করা হয়। সেই অনুযায়ী ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলেই ভালো থাকবে কোভ্যাক্সিন। সাধারণত এই তাপমাত্রায় বেশ কিছু টিকা ও ওষুধ সংরক্ষণ করা হয়।

আরও পড়ুন-উদ্বেগ বাড়ছে, শহরে ব্রিটেনের করোনা-স্ট্রেন মিলেছে আরও ৪ জনের শরীরে, আক্রান্ত বেড়ে ১০

ল্যান্সেটের এই ট্রায়ালে অনেকেই অংশ নেন। তাঁদের মধ্যে ১২-১৮ বছর ও ৫৫-৬৫ বছরের স্বেচ্ছাসেবীরা ছিলেন। ল্যান্সেট জানিয়েছে, এর পরবর্তী পর্যায়ের স্টাডি হিসাবে ৬৫-র ঊর্ধ্বে ও শিশুদের নিয়ে ট্রায়াল প্রয়োজন। এছাড়াও বিভিন্ন স্থানের বিভিন্ন জাতির মানুষের উপরেও এই পরীক্ষা করা উচিত বলেও উল্লেখ করা হয়েছে। চলতি মাসেই কোভ্যাক্সিনের কার্যকারিতা ৮১% বলে দাবি করেছে ভারত বায়োটেক।

Advt

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...