Sunday, November 9, 2025

উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজেপি সাংসদ তীর্থ সিং রাওয়াত

Date:

গত কয়েক মাস ধরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের(Trivendra Singh Rawat) বিরুদ্ধে বিধায়কদের খুব তীব্র হয়ে উঠেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে মুখ্যমন্ত্রী(chief minister) পদ থেকে ইস্তফা দেন ত্রিবেন্দ্র। এহেন অবস্থায় বিজেপি শাসিত উত্তরাখণ্ডে(Uttarakhand) এবার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি সাংসদ তীর্থ সিং রাওয়াত(Tirtha Singh Rawat)। বুধবার সকালে বিজেপি বিধায়কের বৈঠকে গারওয়ালের ওই সাংসদকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়ে দিয়েছেন বিদায় মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। জানা যাচ্ছে, আজ বিকেল ৪ টেয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তীর্থ।

আরও পড়ুন:‘আমায় মারুন ওদের ছেড়ে দিন’, মায়ানমারে বন্দুকের সামনে হাঁটু গেড়ে বসলেন সন্ন্যাসিনী

উল্লেখ্য, দলীয় বিধায়ক ও মন্ত্রীদের ব্যাপক বিদ্রোহের জেরে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। যদিও তার আগেই দলের ভাঙনের মুখে করার সিদ্ধান্ত নেন বিজেপি নেতারা। সোমবারই দিল্লিতে ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে তলব করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখান থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল অবিলম্বে পদত্যাগ। সেই নির্দেশ মেনে মঙ্গলবার পদত্যাগ করেন ত্রিবেন্দ্র। এরপর বুধবার সকালে দলীয় বৈঠকে ঠিক করে নেওয়া হয় উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীকে হবে। সেখানেই সর্বসম্মতিতে নাম উঠে আসে তীর্থ সিং রাওয়াতের। আজ বিকেল চারটেয় নয়া মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতকে রাজভবনে শপথবাক্য পাঠ করাবেন উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবী রানী মৌর্য।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version