Monday, August 25, 2025

উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজেপি সাংসদ তীর্থ সিং রাওয়াত

Date:

গত কয়েক মাস ধরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের(Trivendra Singh Rawat) বিরুদ্ধে বিধায়কদের খুব তীব্র হয়ে উঠেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে মুখ্যমন্ত্রী(chief minister) পদ থেকে ইস্তফা দেন ত্রিবেন্দ্র। এহেন অবস্থায় বিজেপি শাসিত উত্তরাখণ্ডে(Uttarakhand) এবার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি সাংসদ তীর্থ সিং রাওয়াত(Tirtha Singh Rawat)। বুধবার সকালে বিজেপি বিধায়কের বৈঠকে গারওয়ালের ওই সাংসদকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়ে দিয়েছেন বিদায় মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। জানা যাচ্ছে, আজ বিকেল ৪ টেয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তীর্থ।

আরও পড়ুন:‘আমায় মারুন ওদের ছেড়ে দিন’, মায়ানমারে বন্দুকের সামনে হাঁটু গেড়ে বসলেন সন্ন্যাসিনী

উল্লেখ্য, দলীয় বিধায়ক ও মন্ত্রীদের ব্যাপক বিদ্রোহের জেরে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। যদিও তার আগেই দলের ভাঙনের মুখে করার সিদ্ধান্ত নেন বিজেপি নেতারা। সোমবারই দিল্লিতে ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে তলব করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখান থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল অবিলম্বে পদত্যাগ। সেই নির্দেশ মেনে মঙ্গলবার পদত্যাগ করেন ত্রিবেন্দ্র। এরপর বুধবার সকালে দলীয় বৈঠকে ঠিক করে নেওয়া হয় উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীকে হবে। সেখানেই সর্বসম্মতিতে নাম উঠে আসে তীর্থ সিং রাওয়াতের। আজ বিকেল চারটেয় নয়া মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতকে রাজভবনে শপথবাক্য পাঠ করাবেন উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবী রানী মৌর্য।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version