Friday, November 14, 2025

‘আমায় মারুন ওদের ছেড়ে দিন’, মায়ানমারে বন্দুকের সামনে হাঁটু গেড়ে বসলেন সন্ন্যাসিনী

Date:

রাস্তার উপর হাঁটু গেড়ে বসে রয়েছেন সন্ন্যাসিনী(Nun)। চারপাশে তাকে ঘিরে ধরেছে সশস্ত্র সেনা-পুলিশ। হাতে উদ্যত বন্দুক। তবে বন্দুকের সামনেই নির্ভীক সিস্টার অ্যান রোজ নু তওয়ং। দুহাত ছড়িয়ে ধুলোমাখা রাস্তার উপর হাঁটু গেড়ে বসে সেনার কাছে তার কাতর আর্জি আমায় মারুন কিন্তু ওদের ছেড়ে দিন। বছর পঁয়তাল্লিশের ওই খ্রিস্টান(Christian) সন্ন্যাসিনী এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো শিউরে উঠেছে সাধারণ মানুষ।

গত ১ ফেব্রুয়ারি মায়ানমারের(Myanmar) নির্বাচিত সরকারকে সরিয়ে সেখানে রাতারাতি ক্ষমতার দখল নিয়েছে সেনা। আর এই ঘটনার প্রতিবাদে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মায়ানমারে চলছে গণবিক্ষোভ। মায়ানমারে সেনার নৃশংস অত্যাচার এর প্রতিবাদে ইতিমধ্যেই মুখর হয়ে উঠেছে গোটা বিশ্ব। এখনো প্রতিবাদ-প্রতিরোধ দেখলে তা থামানোর চেষ্টা হয় না সেখানে। সরাসরি মাথা লক্ষ্য করে ছোড়া হয় গুলি। সেনার গুলিতে ইতিমধ্যেই ৫৪ জনের মৃত্যু হয়েছে প্রতিবেশী দেশে আহতের সংখ্যাটা শতাধিক। শহরে শহরে জারি করা হয়েছে কার্ফু(karfu)। ঠিক এমনই এক সময়ে সিস্টার অ্যানের এই পরোক্ষ প্রতিবাদ নতুন মাত্রা যোগ করবে মায়ানমারের প্রতিবাদ আন্দোলনের।

আরও পড়ুন:FIR খারিজের দাবিতে শীর্ষ আদালতে কয়লা- কাণ্ডের লালা, আজ শুনানির সম্ভাবনা

যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে সেনাবাহিনীর সামনে দুহাত ছড়িয়ে সন্ন্যাসিনী বলছেন, ‘দোহাই আপনাদের। দয়া করে ওদের ছেড়ে দিন। তার চেয়ে বরং আমায় মেরে ফেলুন।’ ক্ষণিকের জন্য হলেও ঘটনায় থমকে যায় উর্দিধারী বাহিনী। সন্ন্যাসিনীর সামনে হাঁটু মুরে বসে করো জড়ো করতে দেখা যায় তাদের কয়েকজনকে। তবে তা ক্ষনিকের তরেই, সকলকে বোকা বানানোর জন্য। এরপরই সন্ন্যাসিনীর পিছনে ছড়িয়ে থাকা ভিড়কে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় সেনা ও পুলিশ। মাথায় গুলি খেয়ে সেখানেই লুটিয়ে পড়তে দেখা যায় এক প্রতিবাদীকে। সোমবারের এই ঘটনায় দুজন প্রতিবাদীর মৃত্যু হয়।

এদিন সংবাদমাধ্যমের সামনে মিস্টার আক্ষেপ করে বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু পারলাম না। জানি না আরও কত জীবনের অপচয় এ ভাবে দেখে যেতে হবে।’

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version