Tuesday, December 16, 2025

আদর্শচ্যূত হয়েছে সিপিআইএম, দল আর বামপন্থী নেই, মত মজিদ মাস্টারের

Date:

সিপিআইএম আর বামপন্থী নেই। সিদ্দিকীর সঙ্গে হাত মিলিয়ে সিপিআইএম(CPIM) তার আর আদর্শ থেকে সরে এসেছে। এমনটাই মনে করেন একসময় উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের অন্যতম নেতা মজিদ মাস্টার। যার আসল নাম মজিদ আলি। তাঁর কথায়, “সিপিআইএম যখন আইএসএফের সঙ্গে আসন সমঝোতা করতে পারে, তখন তো বিজেপির সঙ্গেও জোট করতে পারে। কারণ, দু’টি দলের চরিত্র এক। আমি এই দু’টি দলের মধ্যে কোনও পার্থক্য দেখি না। তাই আমার মনে হয় আইএসএফের সঙ্গে হাত মেলানোয় সিপিআইএম আর বামপন্থী নেই।”  নাম মজিদ আলি হলেও বাম জমানায়  মজিদ মাস্টার নামেই পরিচিত ছিলেন। একসময় বিরোধী দলগুলির কাছে তিনি আতঙ্কের প্রতীক ছিলেন। কিন্তু এখন রাজনৈতিক মঞ্চ থেকে অনেকটাই সরে এসেছেন। তবে অভ্যাসগত কারণে রাজনীতির খবরাখবর রাখেন মজিদ।

মজিদ মাস্টারের কথায়, “আমি ১৯৭৯ সাল থেকে রাজনীতি করেছি। যাঁরা সেই সময় আমাদের রাজনীতিতে আসার ক্ষেত্রে পথ দেখিয়েছিলেন, তাঁরাই কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের পার্থক্য বুঝিয়েছিলেন। আমরাও সেই পার্থক্য বুঝে সিপিআইএমের আদর্শে দীক্ষিত হয়েই রাজনীতি করেছিলাম। যাঁরা আমাদের আদর্শের পাঠ দিয়েছিলেন, তাঁরা আজ আর নেই। কিন্তু তাঁদের সেই শিক্ষা ভুল নয়। সিপিআইএম সেই সব আদর্শ জলাঞ্জলি দিয়ে এখন কংগ্রেসের সঙ্গে জোট করেছে। তাই আমি বলছি, সিপিআইএম আর বামপন্থী নেই।” ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যখন সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল, সেই সময় তাঁর ধারণা হয়েছিল দলের আদর্শচ্যূতি ঘটেছে। আর আব্বাসের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের(ISF) সঙ্গে সিপিআইএম ভোটে আসন সমঝোতার বিষয়টি মন থেকে মেনে নিতে পারছেন না বামপন্থায় বিশ্বাসী মজিদ।

Related articles

রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর...

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...
Exit mobile version