৪ সপ্তাহ বিশ্রাম? দুপুর ১২টায় মুখ্যমন্ত্রীর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের বৈঠক

আজ, বৃহস্পতিবার দুপুর ১২টায় বৈঠকে বসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য গঠিত মেডিক্যাল পাঁচ সদস্যের বোর্ড। তাঁরা হলেন, কার্ডিওলজির বিভাগীয় প্রধান ডাঃ শঙ্কর মণ্ডল, অর্থো বিভাগীয় প্রধান ডাঃ মুকুল ভট্টাচার্য, সার্জারি অধ্যাপক ডাঃ ডিকে সরকার, গ্যাস্ট্রোলজি বিভাগীয় প্রধান গোপালকৃষ্ণ ঢালি এবং নিউরো সার্জারি বিভাগীয় প্রধান শুভাশিস ঘোষ।

হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাম পায়ের গোড়ালিতে চোট লাগার ফলে তাঁকে প্রায় চার সপ্তাহ বিশ্রামে রাখার দরকার বলে মনে করছেন চিকিৎসকরা। যদিও বর্তমান ভোট পরিস্থিতি মুখ্যমন্ত্রী বিশ্রামে রাজি হবেন কী না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের একাংশ।

 

Advt

Previous articleমুখ্যমন্ত্রীর পায়ে টেম্পোরারি প্লাস্টার, দ্রুত আরোগ্য কামনায় শুভেচ্ছা বোর্ড
Next articleজখম মুখ্যমন্ত্রী: নন্দীগ্রামে ঘটনাস্থলে জেলাশাসক, পুলিশ সুপার