Tuesday, November 11, 2025

হাসপাতালে গিয়েও তথাগত , শমীকের সঙ্গে দেখা হল না মুখ্যমন্ত্রীর

Date:

বৃহস্পতিবার অসুস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee Injured In Nandigram)  দেখতে হাসপাতালে (SSKM) গিয়েছিলেন তথাগত রায়,(Tathagata Roy), শমীক ভট্টাচার্যরা (Shamik Bhattacharya)। কিন্তু চিকিৎসকদের নিষেধ থাকায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হয়নি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে  মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনই কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এদিকে দেখতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে  পড়েন  বিজেপি নেতৃত্ব (Bengal BJP)।

 

বৃহস্পতিবার মমতাকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান তথাগত রায় ও শমীক ভট্টাচার্য। বিজেপি নেতাদের আসতে দেখেই উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে অনেক বিজেপি নেতাই টুইট করেছেন। তবে এই প্রথম মমতাকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, তথাগত রায়। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় তারা কিছু পরে বেরিয়ে আসেন। হাসপাতাল থেকে বেরিয়ে আসার মুখে তাঁদের দেখে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। হাসপাতাল চত্বরেই ওঠে গো ব্যাক স্লোগান। সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ সক্রিয় হয়ে ওঠে। উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকদের হাসপাতাল চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরাও অনুরোধ করেন, হাসপাতালে যাতে শান্তি রক্ষা করা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

 

 

বুধবার রাতেই মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁকে দেখে বিক্ষোভ দেখানের অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এমনকি রাজ্যপালের গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগও ওঠে। তৃণমূলের তরফে অভিযোগ, এ পর্যন্ত এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, কিংবা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কোনও প্রতিক্রিয়া কোনও প্রতিক্রিয়া করেননি। যদিও এ বিষয়ে মুখ খুলেছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বক্তব্য, “জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কী করে এমন ঘটনা ঘটল তার তদন্ত হওয়া দরকার।” মমতার নিরাপত্তা দিতে রাজ্য পুলিশ ব্যর্থ বলে মন্তব্য করেন দিলীপবাবু।

Related articles

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House)...

এবার কুমারগঞ্জে আত্মঘাতী বৃদ্ধ! SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ

এসআইআর আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলার মানুষের। তালিকায় নাম না থাকা বা নাম-ঠিকানার ভুলে দেশছাড়া হওয়ার আতঙ্কে জেরবার...

এবার শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদের আদালত চত্বর! মৃত ৯, আহত বহু

সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের একনম্বর গেটের সামনের সিগনালে শক্তিশালী বিস্ফোরণের রেশের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder...

অন্য পেশা দেখুন মোদি, শাহ পদত্যাগ করুন: স্যোশাল মিডিয়ায় তীব্র আক্রমণ মহুয়ার

দিল্লির বিস্ফোরণ, ৯জনের মৃত্যু। আর পরদিন সকালেই ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তা নিয়ে...
Exit mobile version