কাতার ওপেনের(qatar open) কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন রজার ফেডেরার( roger federer)। কোয়ার্টার ফাইনালে তিনি হারলেন নিকোলোজ বাসিলাভিলির কাছে। ম্যাচের ফলাফল ৩-৬, ৬-১, ৭-৫।

কাতার ওপেন থেকে ছিটকে যাওয়ার পরই দুবাই ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন ফেডেরার। দীর্ঘ এক বছর পর কোর্টে ফেরেন তিনি। প্রথম ম্যাচে জয় পেলেও, কোয়ার্টার ফাইনালে জয়ের মুখ দেখতে পেলেন না রজার।
ম্যাচ হেরে ফেডেরার বলেন, “চোট সারিয়ে ফিরে এসে কাতার ওপেনে অংশ নিয়ে দারুণ অনুভূতি হচ্ছে। তবে এই মুহূর্তে কোনও প্রতিযোগিতায় খেলতে নামছি না। তাই দুবাই ওপেন খেলব না। বরং সেই সময়টা অনুশীলনে ডুবিয়ে রাখতে চাই।”

শুধু দুবাই ওপেন নয়, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলা মিয়ামি ওপেন থেকেও সরে দাঁড়ালেন রজার।

আরও পড়ুন:বিরাটদের ম্যাচ দেখতে মাঠে থাকছেন সৌরভ
