বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যের এই জেলায়

সন্ধে থেকে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি বাঁকুড়ায়। সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারও বৃষ্টি হয় এই জেলায়। বুধবারও রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে চলে বৃষ্টি। কলকাতার আকাশ আজ সারাদিন মেঘলা ছিল। বিগত কয়েকদিন ধরেই কলকাতার আকাশ থাকছে মেঘলা।

গত ২৪ ঘন্টায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। আগামী শনিবার দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম-সহ ঝাড়খন্ড, বিহার সংলগ্ন জেলাগুলিতে।

উত্তরবঙ্গে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা বাড়বে না। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ।

আরও পড়ুন- ফের কমিশনে গেল তৃণমূল, অন্যদিকে সিবিআই চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Advt

Previous articleচ‍্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়তে মরিয়া হাবাসের দল
Next articleসুখবর পেয়ে আনন্দে আত্মহারা বিরুলিয়ার মিষ্টির দোকানের মালিক নিমাই মাইতি