Wednesday, November 12, 2025

গত পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে প্রায় সাড়ে ২৭ লাখ, হলফনামায় জানালেন শুভেন্দু

Date:

এবারের বিধানসভা নির্বাচনের সবচেয়ে হেভিওয়েট এবং সংবাদ শিরোনামে থাকা কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram)। সেখান থেকে এবার লড়ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর তাঁর বিপরীতে সদ্য তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে (Bjp) যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এই দুই প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। দিয়েছেন তাঁদের সম্পত্তির হিসেবও। শুক্রবার, মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু। নিয়ম অনুযায়ী, সম্পত্তির খতিয়ানও ঘোষণা করেছেন।

নির্বাচন কমিশনে দেওয়া সূত্র অনুযায়ী, বর্তমানে শুভেন্দু অধিকারীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। গত বিধানসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়ার সময় এই পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ গত ৫ বছরে শুভেন্দুর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা। তবে, ঘোষিত নথি অনুযায়ী শুভেন্দু অধিকারীর নিজের নামে কোনও গাড়ি বা সোনাদানা নেই।

আরও পড়ুন-তিন দফার তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বিজেপি, মিঠুনকে নিয়েও আলোচনা

এবার এক নজরে দেখে নেওয়া যাক, স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ কত? স্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৯ লাখ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩৫ পয়সা।

বুধবার হলদিয়ায় (Haldia) মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেওয়া হলফনামায় অনুযায়ী, তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি নেই। তৃণমূলনেত্রীর হাতে নগদ টাকার পরিমাণ এক লক্ষের কম। মমতার এই নিতান্ত সাদামাটা জীবনশৈলী তাঁর ইউএসপি।

 

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version