নির্বাচন কমিশনে দেওয়া সূত্র অনুযায়ী, বর্তমানে শুভেন্দু অধিকারীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। গত বিধানসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়ার সময় এই পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ গত ৫ বছরে শুভেন্দুর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা। তবে, ঘোষিত নথি অনুযায়ী শুভেন্দু অধিকারীর নিজের নামে কোনও গাড়ি বা সোনাদানা নেই।
আরও পড়ুন-তিন দফার তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বিজেপি, মিঠুনকে নিয়েও আলোচনা
এবার এক নজরে দেখে নেওয়া যাক, স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ কত? স্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৯ লাখ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩৫ পয়সা।
বুধবার হলদিয়ায় (Haldia) মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেওয়া হলফনামায় অনুযায়ী, তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি নেই। তৃণমূলনেত্রীর হাতে নগদ টাকার পরিমাণ এক লক্ষের কম। মমতার এই নিতান্ত সাদামাটা জীবনশৈলী তাঁর ইউএসপি।