Sunday, August 24, 2025

গত পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে প্রায় সাড়ে ২৭ লাখ, হলফনামায় জানালেন শুভেন্দু

Date:

এবারের বিধানসভা নির্বাচনের সবচেয়ে হেভিওয়েট এবং সংবাদ শিরোনামে থাকা কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram)। সেখান থেকে এবার লড়ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর তাঁর বিপরীতে সদ্য তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে (Bjp) যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এই দুই প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। দিয়েছেন তাঁদের সম্পত্তির হিসেবও। শুক্রবার, মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু। নিয়ম অনুযায়ী, সম্পত্তির খতিয়ানও ঘোষণা করেছেন।

নির্বাচন কমিশনে দেওয়া সূত্র অনুযায়ী, বর্তমানে শুভেন্দু অধিকারীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। গত বিধানসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়ার সময় এই পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ গত ৫ বছরে শুভেন্দুর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা। তবে, ঘোষিত নথি অনুযায়ী শুভেন্দু অধিকারীর নিজের নামে কোনও গাড়ি বা সোনাদানা নেই।

আরও পড়ুন-তিন দফার তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বিজেপি, মিঠুনকে নিয়েও আলোচনা

এবার এক নজরে দেখে নেওয়া যাক, স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ কত? স্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৯ লাখ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩৫ পয়সা।

বুধবার হলদিয়ায় (Haldia) মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেওয়া হলফনামায় অনুযায়ী, তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি নেই। তৃণমূলনেত্রীর হাতে নগদ টাকার পরিমাণ এক লক্ষের কম। মমতার এই নিতান্ত সাদামাটা জীবনশৈলী তাঁর ইউএসপি।

 

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version