Saturday, August 23, 2025

করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, মানতে হবে গাইডলাইন

Date:

শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। চলতি বছরে ২৮ জুন থেকে শুরু হবে এই যাত্রা। মেনে চলতে হবে গাইডলাইন। গত বছর ২১ জুলাই থেকে যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়।

সরকারি সূত্রে জানানো হয়েছে, অমরনাথজি শ্রাইন বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ২৮ জুন থেকে। ৫৬ দিনের এই বার্ষিক তীর্থযাত্রা শেষ হবে ২২ অগাস্ট।

আরও পড়ুন-চণ্ডীতলায় সেলিমের বিরুদ্ধে যশ, শিবপুরে রুদ্রনীল, ভবানীপুরে তথাগত বিজেপির সম্ভাব্য প্রার্থী

চলতি বছর বিভিন্ন রাজ্যে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। তবে, এসএএসবি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোভিড গাইডলাইন মেনেই এবছরের অমরনাথ যাত্রা হবে। সংক্রমণ ঠেকাতে স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হচ্ছে।

পাশাপাশি, অমরনাথ যাত্রার সরাসরি সম্প্রচার, সকাল ও সন্ধের আরতির ভার্চুয়াল দর্শনের ব্যবস্থা করা হবে। সব আচার-অনুষ্ঠান পালন করা হবে রীতি মেনে।

এক অধিকর্তার কথায়, তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। তীর্থযাত্রীরা যাতে কোভিড গাইডলাইন মেনে চলেন, তা নিশ্চিত করা হবে।

 

Related articles

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...
Exit mobile version