Wednesday, November 5, 2025

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

Date:

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ, হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে আঙুল উঁচিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা-সহ স্কুল শিক্ষিকাকে শাসানি দেন। সোশ্যাল মিডিয়ায় CCTV ফুটেজ ভাইরাল হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন ও শিক্ষা দফতর।

স্কুল (School) সূত্রে খবর, বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ছুটি না পেয়ে বিষয়টি বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সুবোধ রায়কে নালিশ করেন ওই শিক্ষিক। অভিযোগ, পরের দিনই বিদ্যালয়ে (School) এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন ভাবে অপমান ও হেনস্থা করেন। ঘটনা প্রসঙ্গে ঝুম্পা মজুমদার জানান , “সুবোধবাবু স্কুলে এসে চিৎকার চেঁচামেচি করে বিভিন্নভাবে অপমান করেন। ৩৪ বছরের চাকরি জীবনে এত অপমানিত হয়নি। অন্যান্য সহকারী শিক্ষিকারাও এই বিষয়ে শঙ্কিত।” ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অভিযোগ, মিডডে মিলর দায়িত্ব আমাদের হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন ওই নেতা। এমনকী পরিচালন সমিতির কমিটিও সম্পূর্ণ অবৈধভাবে গঠিত হয়েছে বলে অভিযোগ ঝুম্পার। এই বিষয়ে হবিবপুর ব্লকের বিডিও ও জেলা শিক্ষা দফতরকে বিষয়টি জানানো হয়েছে।

তবে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল শ্রমিক নেতা। তাঁর পাল্টা অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। স্কুলে পঠনপাঠন বন্ধ রেখে শিক্ষিকারা দল বেঁধে ছুটি নিচ্ছেন বলেও অভিযোগ। ভারপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবর বিদ্যালয় পরিদর্শক ও জেলার ডি আই কে লিখিত অভিযোগ জানিয়েছেন সুবোধ।
আরও খবর: নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version