প্রথম ও দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করা হয়েছিল আগেই। রবিবার তৃতীয় দফায় ৩১ টি আসনের মধ্যে ২৭টি আসন এবং চতুর্থ দফায় ৪৪ টি আসনের মধ্যে ৩৬ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় তারকা প্রার্থীদের পাশাপাশি ঠাঁই হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া একাধিক নেতৃত্বের। পাশাপাশি একুশের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়দের মত একাধিক সাংসদকেও প্রার্থী করেছে বিজেপি। এক ঝলকে দেখে নিন বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা।
