Tuesday, November 11, 2025

ভোটার-লিস্টে নাম তুলতে পারলেই কলকাতায় পদ্ম-প্রার্থী মিঠুন

Date:

দলের শীর্ষ নেতার অনুরোধ বা নির্দেশে শেষ পর্যন্ত রাজি হয়েছেন মিঠুন চক্রবর্তী (MITHUN CHAKRABORTY)৷ ‘টেকনিক্যাল’ একটি সমস্যা নির্দিষ্ট সময়ের মধ্যে কাটিয়ে উঠতে পারলে জীবনে প্রথমবার কোনও নির্বাচনে পদ্ম-প্রার্থী হতে পারেন তৃণমূলের প্রাক্তণ রাজ্যসভা সদস্য মিঠুন৷ গেরুয়া-অন্দরের খবর, কলকাতা অথবা শহর- সংলগ্ন কোনও আসনে মিঠুনকে প্রার্থী করার ভেবে রেখেছে দল৷

তবে বিষয়টি এই মুহুর্তে মিঠুন বা বিজেপির (BJP) হাতে নেই৷ নির্বাচন কমিশনের (ECI) আইন বলছে, কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে সেই রাজ্যের ভোটার তালিকায় (VOTERS LIST) নাম থাকতে হবে৷ মিঠুন চক্রবর্তী এখনও বাংলার ভোটার নন। প্রশ্ন উঠেছে,
সংশোধিত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেও কি ভিন রাজ্য থেকে এ রাজ্যের ভোটার তালিকায় নাম তোলা সম্ভব?
তবে, কমিশনের নিয়ম বলছে, এখনও ভোটার হওয়ার সময় রয়েছে। কিন্তু সেটা তখনই সম্ভব, যে কেন্দ্রের ভোটার মিঠুন হতে চাইবেন, সে কেন্দ্রের নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলে চলবেনা৷

এদিকে বিজেপি সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীকে যে কেন্দ্রে প্রার্থী করার কথা দল ভেবেছে, সেই কেন্দ্রে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি৷ অষ্টম দফার বিজ্ঞপ্তি প্রকাশ হবে ৩১ মার্চ। কলকাতা বা সংলগ্ন কোনও আসনের জন্যই মিঠুনকে ভাবা হয়েছে৷ ফলে এ রাজ্যের ভোটার তালিকায় নাম তোলার জন্য এখনও মিঠুনের হাতে সময় রয়েছে।
সূত্রের খবর, এই কাজটা সেরে ফেলতেই মিঠুন এখন মুম্বইয়ে৷ বাংলার ভোটার তালিকায় নাম তোলার জন্যই দল- নির্ধারিত প্রচারে না গিয়ে ভোটার তালিকা সংক্রান্ত নথিপত্রের কাজ সারতে তিনি মুম্বই চলে গিয়েছেন।
তবে ফিরে আসবেন চলতি মাসেই। প্রার্থী হন বা না-হন, রাজ্যে ফিরেই নেমে পড়বেন ভোট- প্রচারে৷

 

Related articles

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...
Exit mobile version