তবে বিষয়টি এই মুহুর্তে মিঠুন বা বিজেপির (BJP) হাতে নেই৷ নির্বাচন কমিশনের (ECI) আইন বলছে, কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে সেই রাজ্যের ভোটার তালিকায় (VOTERS LIST) নাম থাকতে হবে৷ মিঠুন চক্রবর্তী এখনও বাংলার ভোটার নন। প্রশ্ন উঠেছে,
সংশোধিত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেও কি ভিন রাজ্য থেকে এ রাজ্যের ভোটার তালিকায় নাম তোলা সম্ভব?
তবে, কমিশনের নিয়ম বলছে, এখনও ভোটার হওয়ার সময় রয়েছে। কিন্তু সেটা তখনই সম্ভব, যে কেন্দ্রের ভোটার মিঠুন হতে চাইবেন, সে কেন্দ্রের নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলে চলবেনা৷
এদিকে বিজেপি সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীকে যে কেন্দ্রে প্রার্থী করার কথা দল ভেবেছে, সেই কেন্দ্রে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি৷ অষ্টম দফার বিজ্ঞপ্তি প্রকাশ হবে ৩১ মার্চ। কলকাতা বা সংলগ্ন কোনও আসনের জন্যই মিঠুনকে ভাবা হয়েছে৷ ফলে এ রাজ্যের ভোটার তালিকায় নাম তোলার জন্য এখনও মিঠুনের হাতে সময় রয়েছে।
সূত্রের খবর, এই কাজটা সেরে ফেলতেই মিঠুন এখন মুম্বইয়ে৷ বাংলার ভোটার তালিকায় নাম তোলার জন্যই দল- নির্ধারিত প্রচারে না গিয়ে ভোটার তালিকা সংক্রান্ত নথিপত্রের কাজ সারতে তিনি মুম্বই চলে গিয়েছেন।
তবে ফিরে আসবেন চলতি মাসেই। প্রার্থী হন বা না-হন, রাজ্যে ফিরেই নেমে পড়বেন ভোট- প্রচারে৷