Saturday, August 23, 2025

তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি (Bjp)। আর তাতে সাংসদদের আবার প্রার্থী করা হয়েছে। এই বিষয়টিকেই এদিন কটাক্ষ করেছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তিনি বলেন, “বিজেপি নেতা পাচ্ছে না। তাই সাংসদদেরই আবার প্রার্থী করছে। আর বসে আছে কেউ যদি তৃণমূল ছেড়ে যায়। তাহলে তাঁকে প্রার্থী করবে”।

গেরুয়া শিবিরকে নিশানা করার পাশাপাশি একই সঙ্গে দলবদলুদেরও নিশানা করেন অভিষেক। তিনি বলেন মেদিনীপুরের দুই-একজন বিশ্বাসঘাতক, সবাই নয়।

সোমবার, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় (chandrakona) জনসভায় করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের নাম বদলের বিষয়টিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “স্টেডিয়ামের নাম পাল্টে দিচ্ছেন মোদি, মেদিনীপুরের নাম পাল্টে এরা করবে ‘মোদিনীপুর’।”

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতারা পুরনো দলকে ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’ বলে কটাক্ষ করেছেন। এ কথার জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “বলছে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, চারজন মিলে মেদিনীপুর চালাত সেটা কি পার্টনারশিপ? মেদিনীপুর কি কোনও পরিবার চালাবে?।”

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) আহত হওয়ার ঘটনা নিয়ে অভিষেক বলেন, “বলেছিল পা ভেঙে দেব, ঘরে বসে থাকতে হবে, সিপিএম পারেনি, তোমারা কী করবে? আঘাত করে আটকানো যাবে না আমাদের”।

দাঁতনের পর চন্দ্রকোণায় সভা করেন অভিষেক। দুটি সভাতেই উপচেপড়া ভিড় চোখে পড়ে।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version