Monday, May 5, 2025

তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলেন রায়দিঘির বিদায়ী বিধায়ক দেবশ্রী রায়। ১৫ মার্চ সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে তাঁর সিদ্ধান্তের কথা চিঠি লিখে পাঠিয়েছেন। জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে তিনি আর কোনও সম্পর্ক রাখতে চান না। তিনি রায়দিঘিতে দীর্ঘ ১০ বছর তৃণমূলের বিধায়ক হিসেবে কাজ করেছেন।

দেবশ্রীর অভিযোগ, তাঁকে দল যোগ্য সম্মান দেয়নি। ‘ব্যবহার’ করেছে। সোমবার রায়দিঘির বিদায়ী বিধায়ক বলেন, “আমার বেশ কিছু অভাব, অভিযোগ ছিল। দলকে সেই অভিযোগের কথা জানিয়েছিলাম।” তিনি দলছাড়ার সঙ্গে সঙ্গেই অনেক বঙ্গ-রাজনীতিকরাই বলছেন, দেবশ্রী বিজেপিতে যেতে পারেন।

আরও পড়ুন-ভোটার-লিস্টে নাম তুলতে পারলেই কলকাতায় পদ্ম-প্রার্থী মিঠুন

ক্ষোভ নিয়ে দলছাড়া বিধায়কদের তালিকায় নতুন সংযোজন দেবশ্রী রায়। তবে কি সত্যি বিজেপিতে যোগ দিচ্ছেন দেবশ্রী? তা এখনও জানা যায়নি। রবিবার সন্ধেয় দল ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এর আগে একবার কার্যত শোভন-বৈশাখীর আপত্তিতেই দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান আটকে যায়। এবার তাঁরাই যখন পদ্ম শিবির ছেড়েছেন, তখন কি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন অভিনেত্রী? ভোটের মুখে কী করবেন দেবশ্রী রায় তাই এখন দেখার।

ইতিমধ্যেই রায়দিঘি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সেখানে প্রার্থী করা হয়েছে শান্তনু বাপুলিকে। ‌রায়দিঘি না হলেও বিজেপিতে গেলে কি অন্য কোনও কেন্দ্রে টিকিট পাবেন দেবশ্রী, তা নিয়ে জল্পনা দানা বাঁধছে।‌ অন্য দিকে গত দু’বার দেবশ্রীর জেতা এই রায়দিঘি আসনে তৃণমূল দাঁড় করিয়েছে অলোক জলদাতাকে। দেবশ্রীর ক্ষোভ এই জায়গাতেই।

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version