১৯ ও ২০ মার্চ নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে ৮টি জনসভা মমতার

শিয়রে ভোট। লড়াই কঠিন। তাই “ভাঙা পায়ে” ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পায়ে গুরুতর চোট পাওয়ার পর ভর্তি ছিলেন SSKM হাসপাতালে। আরও কিছুদিন বিশ্রামের প্রয়োজন ছিল। কিন্তু রবিবার থেকেই দলীয় কর্মসূচিতে নেমে পড়েছেন হুইল চেয়ারে সওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার তিনি সভা করেছেন পুরুলিয়ার (Purulia) ঝালদা ও বলরামপুরে। এবার ফের নিজের কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) যাচ্ছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন : রাজ্যের নয়া নিরাপত্তা অধিকর্তা: মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে জ্ঞানবন্ত সিং

জানা গিয়েছে, আগামী ১৯ ও ২০ মার্চ নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ফের পূর্ব মেদিনীপুরে (East Medinipur)যাচ্ছেন তৃণমূল নেত্রী। যাবেন নন্দীগ্রামেও। সেখানে একাধিক পথসভা ও কর্মীসভা করবেন তিনি। জনসংযোগ করবেন, মন্দিরেরও যাবেন বলে জানা যাচ্ছে। একইসঙ্গে জানা যাচ্ছে, ওই দুদিন পূর্ব মেদিনীপুরে জনসভা ও পথসভা মিলিয়ে মোট ৮টি সভা করবেন। দু’দিনই তিনি যাবেন নন্দীগ্রামে। কর্মী সমর্থকদের সঙ্গেও সাক্ষাত করবেন।

Advt

Previous articleরাজ্যের নয়া নিরাপত্তা অধিকর্তা: মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে জ্ঞানবন্ত সিং
Next articleসাক্ষাতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা! দলত্যাগী নেতার দিকে ফিরেও তাকালেন না মমতা