Monday, November 10, 2025

নির্বাচনী প্রচারে গিয়ে বয়স্কদের প্রণাম, শিশুদের কোলে তুলে নিলেন সায়ন্তিকা

Date:

প্রচারে ঝড় তুললেন বাঁকুড়ার তৃণমূলের প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রচারে বাড়ি বাড়ি গিয়ে বয়স্কদের প্রণাম করলেন, শিশুদের কোলে নিলেন। রবিবারের প্রচারে তিনি প্রথমে হুডখোলা জিপে করে এলাকার মানুষদের সঙ্গে দেখা করলেও পরে তিনি পায়ে হেঁটেই প্রচার সারেন। যান সেখানকার দুর্গা মন্দিরেও।

রবিবার সকালে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যান শুভঙ্কর সরণীতে। সেখানে দুর্গা মন্দিরে প্রণাম করে প্রচার শুরু করেন তিনি। ওই এলাকায় তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি-বাড়ি প্রচারে যান। সেখানে উপচে পড়ছিল সাধারণ মানুষের ভিড়। রাস্তা দিয়ে যাওয়ার সময় বয়স্কদের দেখেই সায়ন্তিকা তাঁদের পা ছুঁয়ে প্রণাম করেন। অভিনেত্রী বলেন, “আশীর্বাদ করুন যাতে আপনাদের পাশে থাকতে পারি।” শিশুদের কোলে নিয়ে তাঁকে আদর করতেও দেখা যায়।

আরও পড়ুন-হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, সময় পিছলো অমিত শাহের ঝাড়গ্রামের সভায়

রবিবারের প্রচারে সায়ন্তিকার সঙ্গে সেলফি তুলতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। তবে তাঁকে একটুও বিরক্ত হতে দেখা যায়নি। বরং হাসি মুখে তিনি আবদার মেটান। অনেকের সঙ্গেই সেলফি তুলেছেন তিনি। তবে তাঁদের তিনি মনে করিয়ে দিয়েছেন, শুধু সেলফি তুললেই হবে না, আশীর্বাদও করতে হবে। শুভঙ্কর সরণীর পাশাপাশি সায়ন্তিকা এদিন কবরডাঙা এলাকাতেও প্রচার করেন। সেখানে কয়েকজন মহিলাকে দেখে তিনি তাঁদের জড়িয়ে ধরেন। ভোট দেওয়ার কথাও বারবার মনে করিয়ে দেন। সেখানকার এক মহিলার কথায়, “একজন অভিনেত্রী হয়ে বাড়িতে এসে প্রণাম করছেন, এটাই তো বড় পাওয়া। আমরা তাঁকে আশীর্বাদ করেছি।”

সায়ন্তিকা বলেন, “মানুষের ঘরে ঘরে যাচ্ছি। তাঁরা আমাকে কাছে টেনে নিচ্ছেন। বাইরের লোককে কি এভাবে কেউ কাছে টানে? তাঁরা মনে করছেন, আমি তাঁদের বাড়ির মেয়ে, বাংলার মেয়ে। আমিও তাঁদের কাছে ছোট বোন, বাড়ির মেয়ে হিসেবে আশীর্বাদ চাইছি। এদিন মায়ের মন্দিরে প্রণাম করে মনের ইচ্ছের কথা বলেছি।”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version