হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, সময় পিছলো অমিত শাহের ঝাড়গ্রামের সভায়

ভোট ঘোষণার পর প্রথম দফা নির্বাচনের প্রাক্কালে এই প্রথম রাজ্য সফরে এসেছেন অমিত শাহ(Amit Shah)। রবিবার একদা দিলীপ ঘোষের বিধানসভা কেন্দ্র খড়্গপুরের বিজেপি প্রার্থী(BJP candidate) অভিনেতা হিরণের সঙ্গে রোড শো করেছেন তিনি। রাতে খড়্গপুরে থাকার পর বিজেপি তরফে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার সকাল ১১ টায় ঝাড়গ্রামের সার্কাস ময়দানে দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে জনসভা করার কথা ছিল শাহের। তবে সমস্যা বাঁধাল হেলিকপ্টার(helicopter)।

আরও পড়ুন:ইডি দফতরে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, সহযোগিতা করতে চান

বিজেপির সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে খড়গপুর থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই খবর আসে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ওই হেলিকপ্টারে ঝাড়গ্রাম সফর করবেন না অমিত শাহ। এদিকে তড়িঘড়ি বিকল্প হেলিকপ্টারের ব্যবস্থা করাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই একরকম বাধ্য হয়েই অমিত শাহের সফরসূচি পরিবর্তন করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তথ্য অনুযায়ী, ঝাড়গ্রামে সকাল ১১টার সময় অমিত শাহের জনসভায় হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত খড়গপুর ছেড়ে বেরোতে পারেননি বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা। ফলে ঝাড়গ্রামে কখন সভা শুরু হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা’। যদিও বিজেপি তরফে জানিয়ে দেওয়া হয়েছে হেলিকপ্টারে সম্ভব না হলে খড়গপুর থেকে সড়ক পথে ঝাড়গ্রাম যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, এদিন তার জনসভায় উপস্থিত থাকবেন বিনপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ও নয়াগ্রাম বিধানসভার গেরুয়া প্রার্থীরা।

Advt

Previous articleরাজ্যে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ, সঙ্গে মৃত্যুও
Next articleনির্বাচনী প্রচারে গিয়ে বয়স্কদের প্রণাম, শিশুদের কোলে তুলে নিলেন সায়ন্তিকা