Thursday, August 21, 2025

নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে । অথচ জোট কোন্দল যেন থামতেই চাইছে না । রবিবার সেই কোন্দলের সাক্ষী থাকল চাপড়া। সেখানে মিছিল করে কংগ্রেস নেতা-কর্মীরা জানিয়ে দিলেন যে, তাঁরা কোনও ভাবেই আইএসএফকে মেনে নেবেন না। পরিবর্তে তাঁরা চান, চাপড়া কেন্দ্রে প্রার্থী দিক কংগ্রেস।এর ফলে ভোটের আগে আরও জটিল হয়ে উঠল পরিস্থিতি।
গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে জোট প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন সিপিএমের সামসুল ইসলাম মোল্লা। তিনি দো নম্বরে ছিলেন । তাই এই কেন্দ্রে এবারও সিপিএম প্রার্থী
দেওয়ার দাবি জানিয়েছিল। যদিও শেষপর্যন্ত সেই দাবি থেকে সরে এসে তারা চাপড়া কেন্দ্রটি ছেড়ে দিয়েছে জোট শরিক ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’কে। আবার গত বারের মতো এ বারও জেলা কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রটি দাবি করে এসেছে কংগ্রেসও। জোটের স্বার্থে গত বার তারা সিপিএমকে মেনে নিয়েছিল, কিন্তু এ বার কোন ভাবেই আইএসএফকে মানতে নারাজ । ভিতরে-ভিতরে ক্ষোভ বাড়ছিল একদা কংগ্রেসের গড় বলে পরিচিত চাপড়ার কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে । রবিবার তাঁরা ব্লক কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত হয় যে, কোনও ভাবেই আইএসএফ প্রার্থীকে মেনে নেওয়া হবে না। চাপড়ায় কংগ্রেস প্রার্থীর সমর্থনে তাঁরা মিছিলও করেন।
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আকবর আলি বিশ্বাস জানিয়েছেন , “কোনও ভাবেই আইএসএফকে মেনে নেওয়া হবে না। আমরা জোটের স্বার্থে সিপিএমকে মেনে নিয়েছিলাম। কিন্তু আইএসএফকে মানব না। গোটা চাপড়ায় ওদের কোনও সংগঠন নেই। কোনও নেতা নেই। সাধারণ মানুষই ওদের মেনে নিতে চাইছেন না।
চাপড়া ব্লক কংগ্রেসের সভাপতি নাসির শেখের কথায়, “আমরা অপেক্ষা করছি। নেতৃত্বকে বার্তা দিয়েছি। শেষ পর্যন্ত যদি আমাদের দাবিকে মেনে নেওয়া না-হয় তা হলে আবার বৈঠকে বসব। সেখানেই ঠিক হবে আমরা আমাদের ভোটটা কাকে দেব বা কাকে ভোট দেওয়ার কথা বলব।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version