Tuesday, August 26, 2025

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) রহস্য উদঘাটন করতে মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল সিবিআই(CBI)। সিবিআই সূত্রে জানানো হয়েছে, এদিন সকাল থেকেই কলকাতা এবং পশ্চিম বর্ধমান-সহ চার জায়গায় একযোগে হানাদারি চলেছে। জানা গিয়েছে, জয়শ্রী গ্রুপ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও তার কর্ণধার সিবিআইয়ের নজরে। এই গোষ্ঠী লালার কাছ থেকে কয়লা কিনত বলে সিবিআইয়ের কাছে খবর।

তদন্তকারীদের নজরে জয়শ্রী গ্রুপের কর্তা অনুপ আগরওয়াল ওরফে সোনু। সিবিআই জানিয়েছে, এই অনুপের সঙ্গে সম্পর্ক ছিল কয়লাকাণ্ডের মাথা অনুপ মাজি ওরফে লালার। এই লালার কাছ থেকে সোনু তাঁর জয়শ্রী স্টিল প্ল্যান্ট প্রাইভেট লিমিটেডের জন্য প্রচুর পরিমাণে কয়লা কিনতেন। এতে চড়া মুনাফা থাকত লালার।

লালার কার্যকলাপের গতিবিধিতে নজরদারি করতে গিয়েই তদন্তকারীদের হাতে উঠে আসে সোনুর নাম। সিবিআই খোঁজ করছিল, লালা যে বিপুল পরিমাণ কয়লা তুলতেন, তা কে বা কারা কিনতেন। সে সূত্রেই উঠে আসে, সোনুর নাম। তদন্তকারীরা জানতে পেরেছেন, লালার কাছ থেকে কয়লা কিনে নিজের জয়শ্রী স্টিল প্রাইভেট লিমিটেডে ব্যবহার করত।

 

কিন্তু প্রশ্ন, সোনুই বা কত কয়লা কিনতেন ? কত টাকায় কিনতেন? লালার সঙ্গে যোগাযোগ কী ভাবে? কার মাধ্যমে লালার সঙ্গে তাঁর পরিচয়?— এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। আর তাই মঙ্গলবার সকাল থেকে একইসঙ্গে তাঁর বাড়ি, অফিস একযোগে হানা দেয় সিবিআই। এখন থেকে কোনও নথি পাওয়া যায় কী না সেটাও দেখা হচ্ছে।

মঙ্গলবার অনুপ আগরওয়ালের দু’টি বাড়িতে অভিযান চালায় সিবিআই। একটি কলকাতারaqe শেক্সপিয়র সরণিতে, অন্যটি বরাকরের কুলটিতে। একইসঙ্গে দুর্গাপুরে সোনুর অফিসেও যায় সিবিআই।

 

Related articles

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...

বিহার-ভোটেও ‘খেলা হবে’: বাংলার স্লোগান এখন ভারতজুড়ে

শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল 'খেলা হবে' (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান...
Exit mobile version