Friday, August 22, 2025

আজও দফায় দফায় প্রার্থী নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে উত্তাল হেস্টিংস

Date:

প্রার্থী নিয়ে ক্ষোভ। কলকাতা থেকে জেলায় বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। মঙ্গলবারও সকাল থেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিজেপির হেস্টিংস পার্টি অফিসের সামনে। আসলে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই, দিকে দিকে বিক্ষোভের ঝড়!কোথাও পার্টি অফিসে ঝোলানো হল তালা, কোথাও তৃণমূল থেকে আসা নেতাকে দল প্রার্থী করায় প্রতিবাদে পোস্টার দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা।
মঙ্গলবার আরামবাগের বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন হেস্টিংসের সামনে। প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও ব্যারিকেড ভেঙে তারা পার্টি অফিসের ভেতরে ঢুকতে চান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয় । তাদের দাবি, ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। জয়নগরের কর্মী সমর্থকরা অভিযোগ করেন, ঘুষ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বুঝিয়ে প্রার্থী করা হয়েছে । অবিলম্বে প্রার্থী বদলের দাবিতে এখনও তারা বিক্ষোভ দেখাচ্ছেন ।
রবিবার জেলার বিভিন্ন প্রান্তে প্রার্থী নিয়ে যে অসন্তোষ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, সোমবার তা আছড়ে পড়ল হেস্টিংসে বিজেপি নির্বাচনী কার্যালয়ের সামনে। দুপুর থেকে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন কমপক্ষে তিনটি বিধানসভা কেন্দ্রের কর্মীরা। ক্ষোভের মুখে পড়েছেন বিজেপি নেতা শিবপ্রকাশ, অর্জুন সিং, মুকুল রায়রা।
সোমবার দুপুরে হেস্টিংসে প্রথমে বিক্ষোভ শুরু করেন পাঁচলা এবং উদয়নারায়ণ বিজেপির কর্মী-সমর্থকরা। রাস্তায় বসে স্লোগান তোলা হয়। ব্যারিকেড ভেঙে বিজেপির কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তিতে অনেকেই রাস্তায় পড়ে যান। তাঁদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে থাকে পুলিশ। পাঁচলার বিজেপির প্রার্থী মোহিত ঘাঁটির বিরুদ্ধে তোলাবাজি, নারীপাচারের অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা। পাশাপাশি তাঁদের দাবি, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়েছেন মোহিত। একইভাবে উদয়নারায়ণপুরের ‘বহিরাগত’ প্রার্থী সুমিতরঞ্জন করারের টিকিটও ফিরিয়ে দাবি জানানো হয়। অনেকের হাতেই ‘সুমিতরঞ্জন করারকে বিজেপির প্রার্থী মানছি না, মানব না’ পোস্টারও দেখা যায়।

Related articles

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...
Exit mobile version