Sunday, May 4, 2025

বাংলার ভোটযুদ্ধে (WB Assembly Polls) লড়াইয়ের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ যুযুধান দুই পক্ষ বিজেপি ও শাসকদল।

এবার সেই ভোটযুদ্ধে ঢুকে পড়ল দিল্লির বাটলা হাউস এনকাউন্টার ইস্যু। মঙ্গলবার বাঁকুড়ার (Bankura) কোতুলপুরে নির্বাচনী প্রচারে এসে এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বাটলা হাউস শুটআউটে পুলিশ ইন্সপেক্টর হত্যাকাণ্ডে অভিযুক্ত আরিজ খানের প্রসঙ্গ টেনে তিনি বলেন , ”মমতাদিদি বলেছিলেন, বাটলা হাউসে ফেক এনকাউন্টার হলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। ওই ঘটনায় আরিজ খানকে তো ফাঁসির সাজা দিয়েছে আদালত। এখন কী হবে ?
মঙ্গলবারের সভা থেকে ফের রাজ্য সরকারের বিদায়ের বার্তা দিয়েছেন তিনি।

বাঁকুড়ার কোতুলপুর থেকে ‘সম্মান যাত্রা’র উদ্বোধন করেন তিনি। প্রসঙ্গত, এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধীদের আগেই বিঁধেছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। তৃণমূলের তরফে তার জবাবও দেওয়া হয়। তবে নাড্ডার মন্তব্য নিয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এছাড়া অনগ্রসর শ্রেণির হিন্দুদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন জেপি নাড্ডা।

তিনি বলেন , মাহিষ্যদের এবার থেকে OBC তালিকায় আনা হবে। উল্লেখ্য, বাটলা হাউজ এনকাউন্টার কাণ্ডে পুলিশ ইন্সপেক্টর মোহনচাঁদ শর্মাকে হত্যার অভিযোগে আরিজ খানকে ফাঁসির আদেশ দিল দিল্লির একটি আদালত৷ এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে আখ্যা দিয়েছেন বিচারক৷

আরও পড়ুন- মোর্চা শরিক ISF-কে নিয়ে গুরুতর প্রশ্ন, প্রার্থী-প্রতীক নিয়েও ধন্দ

এদিন নাড্ডা বলেন, বাংলায় আয়ুষ্মান ভারত চালু হবে।
কিষান সম্মান নিধির টাকা পাবেন কৃষকরা।
বিজেপির সরকার আসবে। তার অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতি করে তৃণমূল।তোষণের খেলা শেষ হয়ে গিয়েছে। তিনি বলেন, এখন মমতা দিদি চন্ডীপাঠ করছেন।

সময় চলে যাওয়ার পর চন্ডীপাঠ করে কী হবে ?
তার আর্জি, ভয়মুক্ত বাংলা গড়তে বিজেপিকে জেতান।
এবার বাংলায় আসল পরিবর্তন হবে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version