Wednesday, November 12, 2025

বাংলার ভোটযুদ্ধে নাড্ডার গলায়, ‘বাটলা হাউস’ প্রসঙ্গ

Date:

বাংলার ভোটযুদ্ধে (WB Assembly Polls) লড়াইয়ের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ যুযুধান দুই পক্ষ বিজেপি ও শাসকদল।

এবার সেই ভোটযুদ্ধে ঢুকে পড়ল দিল্লির বাটলা হাউস এনকাউন্টার ইস্যু। মঙ্গলবার বাঁকুড়ার (Bankura) কোতুলপুরে নির্বাচনী প্রচারে এসে এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বাটলা হাউস শুটআউটে পুলিশ ইন্সপেক্টর হত্যাকাণ্ডে অভিযুক্ত আরিজ খানের প্রসঙ্গ টেনে তিনি বলেন , ”মমতাদিদি বলেছিলেন, বাটলা হাউসে ফেক এনকাউন্টার হলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। ওই ঘটনায় আরিজ খানকে তো ফাঁসির সাজা দিয়েছে আদালত। এখন কী হবে ?
মঙ্গলবারের সভা থেকে ফের রাজ্য সরকারের বিদায়ের বার্তা দিয়েছেন তিনি।

বাঁকুড়ার কোতুলপুর থেকে ‘সম্মান যাত্রা’র উদ্বোধন করেন তিনি। প্রসঙ্গত, এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধীদের আগেই বিঁধেছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। তৃণমূলের তরফে তার জবাবও দেওয়া হয়। তবে নাড্ডার মন্তব্য নিয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এছাড়া অনগ্রসর শ্রেণির হিন্দুদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন জেপি নাড্ডা।

তিনি বলেন , মাহিষ্যদের এবার থেকে OBC তালিকায় আনা হবে। উল্লেখ্য, বাটলা হাউজ এনকাউন্টার কাণ্ডে পুলিশ ইন্সপেক্টর মোহনচাঁদ শর্মাকে হত্যার অভিযোগে আরিজ খানকে ফাঁসির আদেশ দিল দিল্লির একটি আদালত৷ এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে আখ্যা দিয়েছেন বিচারক৷

আরও পড়ুন- মোর্চা শরিক ISF-কে নিয়ে গুরুতর প্রশ্ন, প্রার্থী-প্রতীক নিয়েও ধন্দ

এদিন নাড্ডা বলেন, বাংলায় আয়ুষ্মান ভারত চালু হবে।
কিষান সম্মান নিধির টাকা পাবেন কৃষকরা।
বিজেপির সরকার আসবে। তার অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতি করে তৃণমূল।তোষণের খেলা শেষ হয়ে গিয়েছে। তিনি বলেন, এখন মমতা দিদি চন্ডীপাঠ করছেন।

সময় চলে যাওয়ার পর চন্ডীপাঠ করে কী হবে ?
তার আর্জি, ভয়মুক্ত বাংলা গড়তে বিজেপিকে জেতান।
এবার বাংলায় আসল পরিবর্তন হবে।

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...
Exit mobile version