Wednesday, August 27, 2025

মুখ্যমন্ত্রীর ইলেকশন এজেন্ট সুফিয়ানকে গ্রেফতারের নির্দেশ আদালতের

Date:

Share post:

ফের শিরোনামে নন্দীগ্রাম।

নন্দীগ্রামে (Nandigram)তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mama ta Banerjee ) চিফ ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ানকে (Sk Sufiyan) অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ আদালতের৷

সোমবার হলদিয়া আদালত (Haldia court) ২০০৭ সালের জমি আন্দোলনে অভিযুক্তদের জামিন খারিজ করেছে৷ শুধু খারিজ করাই নয়, জমি আন্দোলনের নেতৃত্বে থাকা একাধিক নেতাকে গ্রেফতার (Arrest) করারও নির্দেশ দিয়েছে হলদিয়া আদালত। সূত্রের খবর, এই তালিকায় তৃণমূল নেতা আবু তাহের, শেখ সুফিয়ান, স্বদেশ দাসের নাম রয়েছে৷

 

 

প্রসঙ্গত, নন্দীগ্রামে ২০০৭ সালে ঘটে যাওয়া জমি আন্দোলনকারীদের উপর থেকে রাজ্য সরকার মামলা প্রত্যাহার করেছিলো৷ তা নিয়ে হাইকোর্টে এক জনস্বার্থ মামলা হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত ৫ মার্চ নতুন করে এই মামলা চালু করার নির্দেশ দেয়।

সোমবার হলদিয়া আদালতে নতুনভাবে সেই মামলারই শুনানি হয়। সন্ধ্যায় সেই মামলার রায়ে বিচারক অভিযুক্তদের জামিন নাকচ করে গ্রেফতারির নির্দেশ দেন৷ এই তালিকায় রয়েছেন আবু তাহের, শেখ সুফিয়ান, স্বদেশ দাসের মতো নন্দীগ্রামের প্রথম সারির তৃণমূল নেতার নামও। শেখ সুফিয়ান নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন এজেন্ট ৷

বিজেপি নেতা তথা নন্দকুমার বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন অধিকারী এই মামলা করেছিলেন । এ প্রসঙ্গে তিনি বলেছেন, “যে ভাবে অভিযুক্তদের উপর থেকে মামলা তোলা হয়েছিল তা আইন মেনে হয়নি। হাইকোর্টের রায়ের ভিত্তিতে হলদিয়া আদালত এই নির্দেশ দিয়েছে।”

শেখ সুফিয়ান অবশ্য গ্রেফতারির নির্দেশকে গুরুত্ব দেননি। বলেছেন, “আমরা আইন মেনেই পরবর্তী ব্যবস্থা নেবো৷ বিজেপি নন্দীগ্রামের মানুষকে অপমান করলো। বিজেপি যে কোনওদিনই নন্দীগ্রামের জমি আন্দোলনকে সমর্থন করেনি এটা তার প্রমাণ।” তৃণমূল নেতা আবু তাহের বলেছেন,”প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।”

Advt

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...