Friday, November 14, 2025

পুরুলিয়ার জয়পুরে নির্দল প্রার্থীকে সমর্থন: ঘোষণা অভিষেকের

Date:

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল। সেই কারণে পুরুলিয়ার জয়পুরে নির্দল প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।পুরুলিয়ার মানবাজারের সভা থেকে অভিষেক বলেন, “পুরুলিয়ার প্রতিটি বুথকে আগলে রাখুন। জেলায় বিজেপিকে ৮-০ করুন। জয়পুরে যেখানে আমরা প্রার্থী দিতে পারিনি যেখানে নির্দলকে ভোট দিন। বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়বেন না”।

জয়পুরে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দিব্যজ্যোতি সিংহদেও (Dibyajyoti Singh Deo)। তিনি আগে জেলা যুব তৃণমূল নেতা ছিলেন। কিন্তু দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন। পরে নেতৃত্বের সঙ্গে কথা বলে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছিলেন। তবে সেটা শেষ মুহূর্তে সম্ভব হয়নি। এদিকে, স্ক্রুটিনিতে ত্রুটি থাকায় তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আমাদের জয় হলেও ডিভিশন বেঞ্চের নির্দেশ তৃণমূল প্রার্থী ভোটে লড়তে পারবেন না”। এই পরিস্থিতিতে উজ্জ্বল কুমারের বদলে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিংহদেওকে সমর্থনের কথা ঘোষণা করেন অভিষেক।

তিনি কটাক্ষ করে বলেন, “বিজেপি পুরুলিয়ায় এমন একটা ভাব করছে যেন গোটা পুরুলিয়া গেরুয়া হয়ে গিয়েছে। আমরাও গেরুয়ায় বিশ্বাস করি। আমরা স্বামীজির গেরুয়ায় বিশ্বাস করি। যোগী আদিত্যানাথের(Yogi Adityanath) গেরুয়ায় বিশ্বাস করি না”।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, দিলীপ ঘোষ মা দুর্গার অপমান করেছেন।

দিলীপ ঘোষরা বলছে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী ভাঁওতা। আর স্থানীয় বিজেপি সাংসদ থেকে শুরু করে দিলীপ ঘোষের পরিবার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলেছেন “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ”।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version