Monday, November 3, 2025

বিজেপির চাকরির প্রতিশ্রুতি-কার্ড, নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল

Date:

তিন মাস আগে সাংবাদিক সম্মেলন করে রাজ্যে চাকরির প্রতিশ্রুতি-কার্ড প্রকাশ করেছিল বঙ্গ-বিজেপি। কিন্তু সপ্তাহ দুয়েক যেতে না যেতেই বাড়ি-বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের ওই কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের মুখে এখনও কলকাতার বেশ কিছু কেন্দ্রে ওই কার্ড নিয়ে বাড়ি-বাড়ি যাচ্ছেন বিজেপি কর্মীরা। ফর্ম ফিল-আপ করানো হচ্ছে। কখনও কার্ডে লিখতে বলা হচ্ছে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা। কারণ হিসেবে তারা জানাচ্ছেন, পরে নিয়ে নেওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে সোমবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন।

ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এই কার্ড প্রকাশের মূল উদ্যোক্তা ছিলেন। তিনি বলেছিলেন, ওই কার্ড নিয়ে ৭৫ লক্ষ যুবক-যুবতীর বাড়ি যাওয়ার কর্মসূচির কথা। তাঁর বক্তব্য ছিল, “বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। তাই আগে থেকেই এ ভাবে কর্মপ্রার্থী যুবক-যুবতীদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হচ্ছে।”

আরও পড়ুন-সি ভোটারের তৃতীয় সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল, বিজেপির সম্ভাবনা হতাশাজনক

জানা যাচ্ছে, চিঠিতে লেখা হয়েছে, রাজনৈতিক প্রতীক এবং দলের নাম ব্যবহার করে ভোটের আগে বেআইনি ভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক বলছেন, “মানুষ এ সব ধাপ্পাবাজিতে বিশ্বাস করেন না। কলকাতা বা পশ্চিমবঙ্গে বিজেপির কোনও বিশ্বাসযোগ্যতা নেই।’’

রাজনৈতিক মহলের সূত্রের মতে, এই বিষয়টি নিয়ে গেরুয়া শিবিরের ভিতরেই মতপার্থক্য রয়েছে। রাজ্যে কর্মপ্রার্থীদের নাম নথিভুক্ত করার নির্দিষ্ট সরকারি সংস্থা রয়েছে। সরকারি চাকরি পেতে পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হয়। সুতরাং বিজেপি ক্ষমতায় এলেও রাজনৈতিক ভাবে ফর্ম পূরণ করিয়ে কর্মপ্রার্থীদের চাকরি দেওয়া কী ভাবে সম্ভব, সেই প্রশ্ন গোড়া থেকেই রয়েছে দলের অন্দরে। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখনও কোনও মন্তব্য করেনি।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version