Monday, May 5, 2025

ভাজপার বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে বিস্ফোরক ‘সেভ বেঙ্গল ‘-এর আহ্বায়ক দেবপ্রিয় চৌধুরী

Date:

Share post:

বাঙালি জাতিকে মুছে ফেলার চক্রান্ত করছে ভাজপা । এমনই বিস্ফোরক অভিযোগে সরব হলেন বাংলায় ‘সেভ বেঙ্গল’-এর প্রাক্তন আহ্বায়ক দেবপ্রিয় চৌধুরী।

তিন বছর আগের তথ্য বলছে, ২০১৭ সালে তিনিই ছিলেন ভাজপা-র ‘সেভ বেঙ্গল’-এ রাজ্যের আহ্বায়ক।
মনে হতেই পারে যে , কী এমন হল স্বয়ং আহ্বায়ক বেঁকে বসলেন। আসলে সমস্যার সূত্রপাত ঠিক এক বছর পর ২০১৮ থেকে ।
সমাধান তো দূর অস্ত। দেবপ্রিয় চৌধুরী তার পদ থেকে পদত্যাগ করেন। তার অভিযোগ ছিল, ভাজপা বাঙালি বিদ্বেষী হয়ে উঠেছে । আসলে লোকসভা নির্বাচনের পর পুরোপুরি অবাঙালি বাংলা গঠনের দাবিতে ঘুঁটি সাজানো শুরু করে ভাজপা। বিধানসভা ভোটের জন্য তাদের প্রস্তুতিও শুরু হয় একই লক্ষ্য চরিতার্থ করতে। সেই সময় প্রতিবাদে সরব হয়েছিল ‘সেভ বেঙ্গল’। কিন্তু কোনও ভাবেই ভাজপা অবাঙালি তত্ত্ব থেকে সরে আসতে রাজি হয়নি।
ভাজপা-র সেভ বেঙ্গলের প্রাক্তন আহ্বায়ক দেবপ্রিয় চৌধুরী বলেছেন,এই মুহূর্তে বাঙালি জাতি সঙ্কটের সামনে দাঁড়িয়ে । তাই ভাজপা-র হাত থেকে বাংলাকে বাঁচাতে সকলকে জোট বদ্ধ হতে হবে।
বিধানসভা ভোটের আগে ভাজপার অবাঙালি বাংলা গঠনের দাবিকে মানতে নারাজ প্রবাসী বাঙালিরাও।
এর প্রতিবাদে এবার পথে নামছে তারাও। রীতিমতো ছোট ছোট দলে ভাগ হয়ে সভা করে মানুষকে সচেতন করছেন তারা। বাংলায় ভাজপাকে একটিও ভোট না দেওয়ার আবেদন জানিয়েছেন দেবপ্রিয় চৌধুরী।
তিনি বলেছেন, বাংলা থেকে বাঙালিকে মুছে ফেলার এক চক্রান্ত শুরু হয়েছে। আমরা এর বিরোধিতা করছি। আমরা যেখানেই থাকি,আমাদের একটাই পরিচয় যে আমরা বাঙালি। বাঙলাকে আমরা অবাঙালিদের হাতে তুলে দেব কেন?
এই বিষয়ে অসমের উদাহরণ টেনে দেবপ্রিয়বাবু বলেছেন, ভাজপা অসমে সরকার গড়ার পর, একটিও কাজের বরাত অসমের মানুষ পায়নি।
ভাজপার বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও অবাঙালি বাংলা গঠনের বিরুদ্ধে প্রচার শুরু করছে ‘সেভ বেঙ্গল’। দেবপ্রিয় চৌধুরীর সাফ কথা , বিজেপি এখন যা করছে, সেটা ফতোয়া জারি করা ছাড়া কিছু নয় । ওরা বাংলার এবং বাঙালির বিরোধী। বাংলায় বিধানসভা নির্বাচনে ওদের এই বাঙালি বিরোধিতার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।

spot_img
spot_img

Related articles

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...