Wednesday, November 5, 2025

ভাজপার বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে বিস্ফোরক ‘সেভ বেঙ্গল ‘-এর আহ্বায়ক দেবপ্রিয় চৌধুরী

Date:

বাঙালি জাতিকে মুছে ফেলার চক্রান্ত করছে ভাজপা । এমনই বিস্ফোরক অভিযোগে সরব হলেন বাংলায় ‘সেভ বেঙ্গল’-এর প্রাক্তন আহ্বায়ক দেবপ্রিয় চৌধুরী।

তিন বছর আগের তথ্য বলছে, ২০১৭ সালে তিনিই ছিলেন ভাজপা-র ‘সেভ বেঙ্গল’-এ রাজ্যের আহ্বায়ক।
মনে হতেই পারে যে , কী এমন হল স্বয়ং আহ্বায়ক বেঁকে বসলেন। আসলে সমস্যার সূত্রপাত ঠিক এক বছর পর ২০১৮ থেকে ।
সমাধান তো দূর অস্ত। দেবপ্রিয় চৌধুরী তার পদ থেকে পদত্যাগ করেন। তার অভিযোগ ছিল, ভাজপা বাঙালি বিদ্বেষী হয়ে উঠেছে । আসলে লোকসভা নির্বাচনের পর পুরোপুরি অবাঙালি বাংলা গঠনের দাবিতে ঘুঁটি সাজানো শুরু করে ভাজপা। বিধানসভা ভোটের জন্য তাদের প্রস্তুতিও শুরু হয় একই লক্ষ্য চরিতার্থ করতে। সেই সময় প্রতিবাদে সরব হয়েছিল ‘সেভ বেঙ্গল’। কিন্তু কোনও ভাবেই ভাজপা অবাঙালি তত্ত্ব থেকে সরে আসতে রাজি হয়নি।
ভাজপা-র সেভ বেঙ্গলের প্রাক্তন আহ্বায়ক দেবপ্রিয় চৌধুরী বলেছেন,এই মুহূর্তে বাঙালি জাতি সঙ্কটের সামনে দাঁড়িয়ে । তাই ভাজপা-র হাত থেকে বাংলাকে বাঁচাতে সকলকে জোট বদ্ধ হতে হবে।
বিধানসভা ভোটের আগে ভাজপার অবাঙালি বাংলা গঠনের দাবিকে মানতে নারাজ প্রবাসী বাঙালিরাও।
এর প্রতিবাদে এবার পথে নামছে তারাও। রীতিমতো ছোট ছোট দলে ভাগ হয়ে সভা করে মানুষকে সচেতন করছেন তারা। বাংলায় ভাজপাকে একটিও ভোট না দেওয়ার আবেদন জানিয়েছেন দেবপ্রিয় চৌধুরী।
তিনি বলেছেন, বাংলা থেকে বাঙালিকে মুছে ফেলার এক চক্রান্ত শুরু হয়েছে। আমরা এর বিরোধিতা করছি। আমরা যেখানেই থাকি,আমাদের একটাই পরিচয় যে আমরা বাঙালি। বাঙলাকে আমরা অবাঙালিদের হাতে তুলে দেব কেন?
এই বিষয়ে অসমের উদাহরণ টেনে দেবপ্রিয়বাবু বলেছেন, ভাজপা অসমে সরকার গড়ার পর, একটিও কাজের বরাত অসমের মানুষ পায়নি।
ভাজপার বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও অবাঙালি বাংলা গঠনের বিরুদ্ধে প্রচার শুরু করছে ‘সেভ বেঙ্গল’। দেবপ্রিয় চৌধুরীর সাফ কথা , বিজেপি এখন যা করছে, সেটা ফতোয়া জারি করা ছাড়া কিছু নয় । ওরা বাংলার এবং বাঙালির বিরোধী। বাংলায় বিধানসভা নির্বাচনে ওদের এই বাঙালি বিরোধিতার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version