Monday, May 5, 2025

বিজেপির প্রথম চারদফা প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে দিকে দিকে বিদ্রোহ দেখা দিয়েছে প্রার্থীদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ক্ষোভ, অভিযোগ উগরে দিয়েছেন আদি বিজেপি (Bjp) নেতা-কর্মীরা। রাজ্য বিজেপির শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Jp Nadda)। এবার দিল্লিতে তিনি ডেকে পাঠালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha)। এই দেখে রাজনৈতিক মহলের মত। আদি বিজেপি নেতাকর্মীদের উপরেই এবার ভরসা করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন-ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশ নয়, জানাচ্ছে নির্বাচন কমিশন

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আদি বিজেপি কর্মীরা। তাঁদের মতে, একসময় এঁদের ‘অত্যাচারের’ এলাকাছাড়া হতে হয়েছিল বিজেপি কর্মীদের। এখন তাঁদের সমর্থনে প্রচার করা সম্ভব নয়। কোথাও আবার দীর্ঘদিনের বিজেপি নেতাকে টিকিট না দিয়ে দেওয়া হয়েছে তৎকাল বিজেপি নেতাকে। সেখানেও ক্ষোভ দেখা দিয়েছে। এবং সেটা শুধু দলীয় কার্যালয়ের মধ্যেই নয় প্রকাশ্যে রাস্তায় এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে দিলীপ এবং রাহুলকে নাড্ডা ডেকে পাঠিয়েছেন বলে সূত্রের খবর।

এদিকে এদিনই নাড্ডার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)। এবার তিনিও তার পুরনো এলাকা থেকেই বিজেপির টিকিট লড়বেন। তবে, বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে কিছু জানাতে চাননি রাজীব।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version