Friday, November 14, 2025

কোটি কোটি টাকার টেন্ডার ডেকে বিজেপির টিকিট বিক্রি হয়েছে!” চাঞ্চল্যকর অভিযোগ শ্যামাপ্রসাদের

Date:

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে মন্ত্রী করেছিলেন। জেলার সাংগঠনিক শীর্ষ পদেও ছিলেন তিনি। ২০১৬ সালে তুমুল মমতা ঝড়েও জিততে পারেননি। এবার টিকিট পাবেন না বুঝেই তৃণমূল (TMC) ও নেত্রীর সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছেদ করে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন বাঁকুড়ার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyamaprasad Mukherjee). অনুঘটকের কাজ করেছিলেন “দলবদলুদের নেতা” শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)

কিন্তু দু’মাসেই মোহভঙ্গ। যে আশায় তিনি নাম লিখিয়ে ছিলেন বিজেপিতে, সেই আশা অর্থাৎ ভোটে টিকিট না পেয়ে পদ্ম শিবির ছেড়ে ফের তৃণমূলে ফিরতে চাইছেন শ্যামাপ্রসাদবাবু। শুধু তাই নয়, কোটি কোটি টাকার বিনিময়ে বিজেপির টিকিট বিক্রি হয়েছে হলে বিস্ফোরক অভিযোগ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যা নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তাল। তাঁর কথায়, “সাড়ে তিন কোটি টাকায় টেন্ডার হয়েছে। টিকিট বিক্রি হয়ে গিয়েছে।”

গত ডিসেম্বরে শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে বিজেপিতে (BJP) যোগদানের পরপরই বাঁকুড়ার বর্ষীয়ান তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও একই পথে হাঁটেন। শুভেন্দুই তাঁর রাজনৈতিক পথপ্রদর্শক, একথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শ ত্যাগ করেছিলেন তিনি। যোগ দেন গেরুয়া শিবিরে। কিন্তু একুশের ভোটে প্রার্থী হতে পারেননি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অভিযোগ, আগের দিন রাতে যিনি বিজেপিতে যোগ দিয়েছেন, তন্ময় ঘোষ নামে সেই ব্যক্তিকে বিষ্ণুপুর থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে। তাতেই তিনি কোটি টাকায় টিকিট বিক্রির অভিযোগ তুলেছেন।

এখানেই শেষ নয়, যে শুভেন্দুর কথার প্রলোভনে তিনি দলত্যাগ করে বিজেপিতে গিয়েছিলেন, তাঁকেও একহাত নেন
শ্যামাপ্রসাদবাবু। শুভেন্দু সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন। ঘনিষ্ঠ মোহে তিনি বলেন, শুভেন্দু অধিকারীর উপর ভরসা করেই তিনি বিজেপিতে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু সেখানে শুভেন্দু লাভবান হলেও রাজনীতির বাণিজ্যে তিনি লোকসানের মুখই দেখলেন। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে গেরুয়ার প্রতি মোহভঙ্গ হলো
শ্যামাপ্রসাদবাবুর।

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version