Sunday, November 9, 2025

আকাশেই লক্ষীলাভ! বিমানেই জন্ম নিল ফুটফুটে এক শিশুকন্যা

Date:

ঘড়িতে তখন ভোর ৫ টা ৪৫ মিনিট। বেঙ্গালুরু থেকে সফর শুরু করেছিলেন সন্তানসম্ভবা এক মহিলা। জয়পুর ছিল তাঁর গন্তব্য। বিমানে উঠেও কোনও অসুবিধা হয়নি তাঁর। কিন্তু মাঝ আকাশে যেতেই হঠাৎ তাল কাটে। প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই মহিলা। বিমানের কেবিন ক্রু সদস্য থেকে শুরু করে বিমানে সফররত বাকি যাত্রীরা সেই মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেন। শেষে একই বিমানে সফররত এক ডাক্তারের সহায়তায় গোটা ঘটনাটিকে সামাল দিয়ে জন্ম হয় ফুটফূটে এক শিশুর। সফররত ওই চিকিৎসক, ডাঃ শুবাহানা নাজির জানান, ‘সংকট কাটিয়ে সুস্থ আছেন মা ও মেয়ে’।

বুধবার ইন্ডিগোর বেঙ্গালুরু-জয়পুর বিমানে(6E 469) এই ঘটনাটি ঘটে। জন্ম দেওয়ার সগে সঙ্গেই মা ও শিশুর জন্য জয়পুর বিমানবন্দরে একজন চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করতে বলা হয়। সকাল ৮ টায় বিমানটি জয়পুর বিমানবন্দরে অবতরণ করার পর, ইন্ডিগো বিমানের পক্ষ থেকে বিমানে সফররত চিকিৎসককে জয়পুর বিমানবন্দরে স্বাগত জানানো হয় এবং বিমানবন্দরের কর্মীরা তাঁর হাতে ‘ধন্যবাদ’-এর কার্ড তুলে দেন।

মাঝ আকাশে বিমানে সন্তানে জন্ম দেওয়ার ঘটনা অবশ্য আগেও বহুবার দেখা গিয়েছে। গত বছরও এই ইন্ডিগোর বিমানেই এক মহিলা সন্তান প্রসব করেছিলেন। সেই সময় দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ইন্ডিগোর ওই বিমান। মাঝ আকাশেই পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা। বেঙ্গালুরুতে বিমানের অবতরণের পর সেই শিশুকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি তাঁকে ওই সংস্থার বিমানের পক্ষ থেকে জানানো হয় , শিশুটি সারাজীবন ওই সংস্থার বিমানে সম্পূর্ণ বিনা খরচে যাতায়াত করতে পারবে।

Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version