বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) নন্দীগ্রামে (Nandigram) ঢুকেছেন, এমন খবর পাওয়া মাত্রই মহিলারা হাতে ঝাঁটা নিয়ে রাস্তায় হাজির হয়ে যান। আর ভেটুরিয়া এলাকায় শুভেন্দুর গাড়ি আসতেই তাঁরা ঘিরে ধরেন। জমি আন্দোলনকারীদের বিরুদ্ধে শুভেন্দু গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়ায় সমস্ত গ্রামবাসী ক্ষোভে ফুঁসছিলেন। শুভেন্দুকে ঘিরেসেই বিক্ষোভেরই বহিঃপ্রকাশ।
পুলিশ ও নিরাপত্তারক্ষীরা মহিলাদের বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু মহিলারা ঝাঁটা হাতে বিজেপি নেতার চলন্ত গাড়ির পিছনে তাড়া করেন। নন্দীগ্রামে মহিলাদের এই বিক্ষোভের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় মহিলারা ঝাঁটা হাতে শুভেন্দুর গাড়ি তাড়া করছেন। গ্রামের যুবকরা আবার “চোর, চোর…” করে চিৎকার করছে।
এদিনই নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে থানামোড় পর্যন্ত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে প্রতিবাদ মিছিল করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি (বিইউপিসি)।
নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট বিজেপি প্রার্থীকে ঝাঁটা হাতে তাড়া করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। নির্বাচনের আগে তৃণমূল অশান্তি পাকাতে চাইছে নন্দীগ্রামে।