Tuesday, August 26, 2025

‘ক্ষমতায় এলে CAA লাগু হতে দেব না’, অসমে ভোট প্রচারে ৫ প্রতিশ্রুতি রাহুলের

Date:

নির্বাচন মুখর অসমে অন্যতম বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে নাগরিকত্ব আইন(CAA)। তবে শাসক দল বিজেপি(BJP) একথা অস্বীকার করলেও অসমে এই ইস্যুকে হাতিয়ার করে মাঠে নেমে পড়ল কংগ্রেস(Congress)। শুক্রবার অসমের নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে তোপ দেগে রাহুল গান্ধী(Rahul Gandhi) স্পষ্ট জানিয়ে দিলেন, ‘ক্ষমতায় এলে অসমে নাগরিকত্ব আইন কার্যকর হতে দেবে না কংগ্রেস।’

শুক্রবার অসমের ডিব্রুগড় ও তিনসুকিয়াতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন রাহুল। বলেন, নাগপুর থেকে একটা শক্তি দেশ চালাচ্ছে। দেশকে ‘নিয়ন্ত্রণ করছে একনায়কতন্ত্র। তবে কথা দিচ্ছি কংগ্রেস সরকার ক্ষমতায় এলে অসমের মানুষ অসমকে চালাবে।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘আমরা মোদির মতো মিথ্যেবাদী নই যা বলি সেটা করি। বিজেপি চা শ্রমিকদের ৩৫১ টাকা দৈনিক মজুরির প্রতিশ্রুতি দিয়ে ১৬৭ টাকা করে দিচ্ছে। কথা দিচ্ছি, কংগ্রেস ক্ষমতায় এলে প্রত্যেক চা শ্রমিককে ৩৬৫ টাকা করে দেবে।’ শুক্রবার অসমে গিয়ে সেখানকার মানুষের কাছে ৫ প্রতিশ্রুতি তুলে ধরেন রাহুল গান্ধী। তার মধ্যে অন্যতম ছিল চা শ্রমিকদের মজুরি।

এর পাশাপাশি তিনি বলেন, ‘অসমের কংগ্রেস সরকার ক্ষমতায় এলে এই রাজ্যে সিএএ লাগু হতে দেবে না।’ একই সঙ্গে ৫ লক্ষ যুবককে রোজগারের সুযোগ, ২০০ ইউনিট পর্যন্ত নিঃশুল্ক বিদ্যুৎ এবং বাড়ির মহিলাদের দুই হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেন রাহুল গান্ধী।’ একইসঙ্গে তিনি বলেন, ‘চা শিল্পের জন্য আমরা বিশেষ মন্ত্রক তৈরি করব। যাতে শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের সমস্যা দ্রুত সমাধান করা যায়। চা শ্রমিকদের সঙ্গে সমস্যা গুলি আলোচনা করেই আমরা ইস্তেহার প্রকাশ করব। কোনও বন্ধ ঘরে নয়।’

আরও পড়ুন:কয়লাকান্ডে রাজু ঝাকে গ্রেপ্তার করল সিআইডি, চরম অস্বস্তিতে বিজেপি

এরপর সরাসরি নরেন্দ্র মোদি সরকারকে তোপ দেগে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়ার কথা বলেন। কিন্তু আপনাদের মোবাইল, জামা কাপড় দেখলে আপনারা বুঝতে পারবেন তাতে লেখা মেড ইন চায়না। সেখানে মেড ইন অসম বা ইন্ডিয়া লেখা থাকে না। কিন্তু আমরা এটা দেখতে চাই। বিজেপির দ্বারা এটা কখনোই সম্ভব নয় কারণ ওরা শুধুমাত্র শিল্পপতিদের জন্য কাজ করে।’

Related articles

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...
Exit mobile version