আরও পড়ুন-অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আজ ফের কমিশনে যাচ্ছেন সৌগতরা
এই সভা ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ স্থানীয় বাসিন্দাদের যথেষ্ট উৎসাহ রয়েছে। পূর্ব মেদিনীপুরের এই জেলাগুলিতে গত কয়েকটি নির্বাচনে এগিয়ে রয়েছে তৃণমূল। তবে সেই সময় অবশ্য পূর্ব মেদিনীপুরে শাসকদলে ভাঙন ধরেনি। সুতরাং এই পরিস্থিতিতে দলের জয় অব্যাহত রাখাটাই মূল লক্ষ্য তৃণমূলনেত্রীর। তিনি নিজেও এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের প্রার্থী। উনিশ-কুড়ি তারিখ নন্দীগ্রামে সভা করার কথা ছিল তাঁর। কিন্তু আপাতত সেটি পিছিয়েছে। তবে পূর্ব মেদিনীপুর জুড়ে বিভিন্ন জায়গায় সভা করে দলীয় প্রার্থীদের মনবল বাড়াচ্ছেন মমতা।
এদিন ঝাড়গ্রামে দুটি সভা রয়েছে তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। একটি বিনপুর, অপরটি নয়াগ্রাম বিধানসভা এলাকায়। ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহল এলাকায় অভিষেকের সভার ভিড় যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে পড়ছে তৃণমূল।