Tuesday, May 6, 2025

বুথের ১০০ মিটারে শুধুই কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা সহ একাধিক দাবিতে কমিশনে তৃণমূল

Date:

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শুক্রবার ফের নির্বাচন কমিশনের(election commission) দ্বারস্থ হল তৃণমূলের(TMC) প্রতিনিধি দল। যে দলে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়(sougata Roy), সাংসদ নাদিমুল হক, সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা, সাংসদ প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র। এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে মূলত তিনটি বিষয় নিয়ে সরব হয়ে ওঠেন তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা। যেগুলির মধ্যে অন্যতম বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত। পাশাপাশি ভিভিপ্যাটের স্বচ্ছতা ও মমতার ওপর হামলার ঘটনা নিয়েও এদিন সরব হন তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা।

আরও পড়ুন:অন্ধ ভালবাসা দিয়েছি, আর না: নাম না করে ‘গদ্দার’দের তীব্র কটাক্ষ মমতার

প্রসঙ্গত, এবারের নির্বাচনে বুথের ভিতরে এবং বুথ থেকে একশো মিটার দূরত্বের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীকেই মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সাধারণত বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনীকে সহযোগিতা করার জন্য রাজ্য পুলিশের তরফে একজনকে রাখা হয়৷ কিন্তু এবার সেই রীতিতে বদল করছে কমিশন৷ কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে দিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূলের প্রতিনিধিরা। তাদের তরফে জানানো হয় বুথের ভেতরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকলে সেখানে ভোটারদের ভাষাগত সমস্যা তৈরি হবে। যদিও এর উত্তরে কমিশনের তরফে জানানো হয়েছে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বুথের ভেতর বাংলা বলতে পারা অফিসার এবং পুলিশ কর্মীও থাকবে। এর পাশাপাশি, ১০০% ভিভিপ্যাটের মধ্যে অন্তত ৫% ভিভিপ্যাট পরীক্ষা করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ১০ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দাবি করেছে তৃণমূল।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version