Thursday, August 21, 2025

বুথের ১০০ মিটারে শুধুই কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা সহ একাধিক দাবিতে কমিশনে তৃণমূল

Date:

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শুক্রবার ফের নির্বাচন কমিশনের(election commission) দ্বারস্থ হল তৃণমূলের(TMC) প্রতিনিধি দল। যে দলে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়(sougata Roy), সাংসদ নাদিমুল হক, সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা, সাংসদ প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র। এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে মূলত তিনটি বিষয় নিয়ে সরব হয়ে ওঠেন তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা। যেগুলির মধ্যে অন্যতম বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত। পাশাপাশি ভিভিপ্যাটের স্বচ্ছতা ও মমতার ওপর হামলার ঘটনা নিয়েও এদিন সরব হন তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা।

আরও পড়ুন:অন্ধ ভালবাসা দিয়েছি, আর না: নাম না করে ‘গদ্দার’দের তীব্র কটাক্ষ মমতার

প্রসঙ্গত, এবারের নির্বাচনে বুথের ভিতরে এবং বুথ থেকে একশো মিটার দূরত্বের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীকেই মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সাধারণত বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনীকে সহযোগিতা করার জন্য রাজ্য পুলিশের তরফে একজনকে রাখা হয়৷ কিন্তু এবার সেই রীতিতে বদল করছে কমিশন৷ কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে দিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূলের প্রতিনিধিরা। তাদের তরফে জানানো হয় বুথের ভেতরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকলে সেখানে ভোটারদের ভাষাগত সমস্যা তৈরি হবে। যদিও এর উত্তরে কমিশনের তরফে জানানো হয়েছে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বুথের ভেতর বাংলা বলতে পারা অফিসার এবং পুলিশ কর্মীও থাকবে। এর পাশাপাশি, ১০০% ভিভিপ্যাটের মধ্যে অন্তত ৫% ভিভিপ্যাট পরীক্ষা করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ১০ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দাবি করেছে তৃণমূল।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version