Sunday, November 9, 2025

বুথের ১০০ মিটারে শুধুই কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা সহ একাধিক দাবিতে কমিশনে তৃণমূল

Date:

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শুক্রবার ফের নির্বাচন কমিশনের(election commission) দ্বারস্থ হল তৃণমূলের(TMC) প্রতিনিধি দল। যে দলে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়(sougata Roy), সাংসদ নাদিমুল হক, সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা, সাংসদ প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র। এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে মূলত তিনটি বিষয় নিয়ে সরব হয়ে ওঠেন তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা। যেগুলির মধ্যে অন্যতম বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত। পাশাপাশি ভিভিপ্যাটের স্বচ্ছতা ও মমতার ওপর হামলার ঘটনা নিয়েও এদিন সরব হন তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা।

আরও পড়ুন:অন্ধ ভালবাসা দিয়েছি, আর না: নাম না করে ‘গদ্দার’দের তীব্র কটাক্ষ মমতার

প্রসঙ্গত, এবারের নির্বাচনে বুথের ভিতরে এবং বুথ থেকে একশো মিটার দূরত্বের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীকেই মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সাধারণত বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনীকে সহযোগিতা করার জন্য রাজ্য পুলিশের তরফে একজনকে রাখা হয়৷ কিন্তু এবার সেই রীতিতে বদল করছে কমিশন৷ কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে দিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূলের প্রতিনিধিরা। তাদের তরফে জানানো হয় বুথের ভেতরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকলে সেখানে ভোটারদের ভাষাগত সমস্যা তৈরি হবে। যদিও এর উত্তরে কমিশনের তরফে জানানো হয়েছে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বুথের ভেতর বাংলা বলতে পারা অফিসার এবং পুলিশ কর্মীও থাকবে। এর পাশাপাশি, ১০০% ভিভিপ্যাটের মধ্যে অন্তত ৫% ভিভিপ্যাট পরীক্ষা করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ১০ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দাবি করেছে তৃণমূল।

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version