Tuesday, May 6, 2025

অন্ধ ভালবাসা দিয়েছি, আর না: নাম না করে ‘গদ্দার’দের তীব্র কটাক্ষ মমতার

Date:

এগরার জনসভা থেকে নাম না করে তৃণমূলত্যাগীদের তীব্র কটাক্ষ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এক তিরে বিঁধলেন বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারীকেও (Shubhendu Adhikari)।

শুক্রবার, পূর্ব মেদিনীপুর জুড়ে তিনটে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। দুপুর পৌনে একটা নাগাদ এগরায় প্রথম সভাটি করেন মমতা। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলনেত্রী (Tmc)। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধিকারী তথা কাঁথির অধিকারী পরিবারকে তীব্র কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, “অনেক অন্ধ ভালোবাসা ওদের দিয়েছি। তার বদলে কী দিয়েছে! আর না। এক ইঞ্চি জমিও বিনাযুদ্ধে ছাড়ব না”। অর্থাৎ নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের সব আসনে জিততে তৃণমূল যে মরিয়া তা স্পষ্ট জানিয়ে দেন মমতা।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু সেখানেই নয়, অনেক জায়গাতেই সদ্য তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা-নেত্রীদের প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিনের সভা থেকে সে বিষয়ে নিয়েও তোপ দেগেছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “বিজেপির পুরনো নেতারা ঘরে বসে কাঁদছেন। আর অন্য দল ছেড়ে যে গদ্দাররা বিজেপিতে গিয়েছে, তাদের প্রার্থী করা হয়েছে”।

এদিন মমতা বলেন, এবার থেকে সরকারি প্রকল্পের টাকা সরাসরি মানুষের কাছে পৌঁছবে। দলবদলুদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু বিশ্বাসঘাতক বাজে কাজ করেছে। এখন তারা তৃণমূল ছেড়ে অন্য দলের গিয়েছে। সুতরাং এবার থেকে সবার প্রাপ্য সরাসরি পাওয়া যাবে। মমতা বলেন, যারা একসময় সিপিআইএমের (Cpim) হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাইরে থেকে লোক এনে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি। পাড়ায় পাড়ায় এ বিষয়ে নজর রাখতে বলেছেন মমতা। বহিরাগতদের আটকাতে মহিলাদের সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী।

Related articles

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...
Exit mobile version