Thursday, August 28, 2025

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

Date:

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাড়িতে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিয়ের পর নানা কর্মসূচি থাকায় যেতে পারেননি। এদিন মধ্যাহ্নভোজ সেরে সন্ধেয় খড়্গপুরে চলে গিয়েছেন দিলীপ। আর শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে জমিয়ে গল্প করেছেন দিলীপ-জায়া। মঙ্গলবার রান্না করে সকলকে এঁচোড়-চিংড়ি খাওয়াবেন তিনি।

রাজ্য রাজনৈতিক মহল, এমনকী নিজের দলকেও চমকে দিয়ে হঠাৎই বিয়ে করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মায়ের উপস্থিতিতে বিয়ে সেরেছেন নিউটাউনের বাড়িতে। এবার নববধূকে নিয়ে গ্রামের বাড়ি গেলেন তিনি। বিয়ের পর এই প্রথম গোপীবল্লভপুরে শ্বশুরবাড়িতে গেলেন রিঙ্কু। নিমবেগুন, এঁচোড়, ইলিশ, চাটনিতে মধ্যাহ্নভোজ সারেন। নিরাপত্তারক্ষীদের নিয়ে বাড়িতে থাকার সমস্যা। সেই কারণে স্ত্রীকে রেখে সন্ধেয় খড়্গপুর চলে গিয়েছেন দিলীপ ঘোষ আর গ্রামের বাড়িতে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে উঠোনে জমিয়ে বসে আড্ডা দিয়েছেন রিঙ্কু। কৌতূহলীদের প্রশ্নের উত্তরে দিলীপের স্ত্রী রিঙ্কু জানান, তাঁর স্বামী তৃণমূলে যাচ্ছেন না।

মঙ্গলবার শ্বশুরবাড়িতে রান্না করবেন রিঙ্কু। সকলকে এঁচোড়-চিংড়ি রেঁধে খাওয়াবেন। বাইকে স্ত্রীকে বসিয়ে এলাকা ঘুরে দেখানোর ইচ্ছে আছে দিলীপ ঘোষের। বঙ্গ বিজেপির নেতারা যতই তাঁকে কটূক্তি করুন না কেন, সেসব পাত্তা না দিয়ে দিলীপ ঘোষ আছেন নিজের মেজাজেই।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version