Friday, August 22, 2025

একুশের বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল কয়েক সপ্তাহ আগে থেকে। কিন্তু বিজেপিতে গিয়েও কোনও লাভ হল না তাঁদের মধ্যে অনেকেরই। শিকে ছিঁড়ল না অধিকাংশেরই । যদিও কেউ কেউ বলেছিলেন টিকিট চাই না, সম্মান চাই। কিন্তু প্রার্থী বিতর্কেই যেহেতু দলবদল, তাই প্রার্থী হতে না পারার প্রসঙ্গ সামনে চলে আসছে।
জটু লাহিড়ী থেকে শুরু করে সোনালি গুহ, এমনকী দীপেন্দু বিশ্বাসের মতো তারকাও এবার টিকিট পাননি বিজেপিতে। তৃণমূল ত্যাগী বিজেপি নেতাদের নিয়ে রাজনৈতিক মহলে তাই প্রশ্ন উঠেছে, যাঁরা পদ্মশিবিরে নাম লেখালেন, তাঁদের রাজনৈতিক কেরিয়ারের ভবিষ্যত কি তবে অনিশ্চয়তার দিকে এগিয়ে গেল।
তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়ে যারা প্রার্থী হয়েছেন, তাঁদের অনেককে নিয়ে প্রকাশ্যে বিক্ষোভও চলছে জেলায় জেলায়। আদি বিজেপির নেতারা তাঁদের মানতে পারছেন না।
এর মধ্যে সোনালি গুহ তৃণমূলের প্রার্থী পদ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। তারপর মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। বলেছিলেন প্রার্থীপদ চাই না। শুধু একটু সম্মান চাই। তৃণমূল অসম্মানিত হয়েছি, বিজেপিতে সাধারণ কর্মীর মতো কাজ করব। অনেকেই ভেবেছিলেন সোনালিকে টিকিট দেবে বিজেপি। কিন্তু তা হয়নি। টিকিট না পাওয়ার তালিকায় রয়েছেন প্রাক্তনমন্ত্রী বাচ্চু হাঁসদাও। আছেন সোনালী মুর্মু ।
এখনও ১৮ কেন্দ্রে প্রার্থীর নাম প্রকাশ করতে বাকি বিজেপির। আর কলকাতার মধ্যেই দুটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে গররাজি বিজেপির প্রার্থী। এই অবস্থায় তৃণমূলত্যাগীদের নাম সেই তালিকায় কি আদৌ থাকবে? সম্ভাবনা ক্ষীণ , বলছেন ওয়াকিবহাল মহল।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version