আরও পড়ুন-ফের বিতর্কে বিশ্বভারতী, সাধারণের যাতায়াতের জন্য বন্ধ করে দেওয়া হল গেট
কিন্তু প্রার্থী হিসেবে বৈশালী ডালমিয়ার (Baishali Dalmiya) নাম ঘোষণা হওয়া পর থেকেই ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে গেরুয়া শিবিরের অন্দরে। পথে নেমে বিজেপি কর্মী-সমর্থকরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্লোগান তুলছেন, “বহিরাগত বৈশালী ডালমিয়াকে মানছি না, মানব না”। মাসকয়েক আগে বৈশালীর বিরুদ্ধে এমনই স্লোগান তুলেছিলেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। তারপরই দল ছাড়েন বৈশালী। এবার বিজেপিতে গিয়েও তাঁকে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে, “বহিরাগত” তকমা নিতে হচ্ছে। বৈশালী ডালমিয়াকে বাদ দিয়ে বালিতে অবিলম্বে ভূমিপত্রকে প্রার্থী করার দাবি জানাচ্ছেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। যা নিয়ে প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির।