Sunday, August 24, 2025

ফের বিতর্কে বিশ্বভারতী, সাধারণের যাতায়াতের জন্য বন্ধ করে দেওয়া হল গেট

Date:

বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতীর। আদালতের নির্দেশ অমান্য করে সাধারণের যাতায়াতের একটি রাস্তা বন্ধ করে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ফলে নিয়মিত ওই রাস্তা ব্যবহারকারীদের সকাল থেকে ২কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে। ফলে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ স্থানীয়রা । মাস কয়েক আগে বিশ্বভারতীর মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল । সেই সময় বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। আদালতের নির্দেশে তৈরি হওয়া কমিটর যুক্তি ছিল, নিরাপত্তার খাতিরে বিশ্বভারতী পাঁচিল দিয়ে গেট বসালেও সেই গেট সাধারণ মানুষের চলাচলের জন্য খোলা রাখতে হবে।

সেই নির্দেশের পর একাধিক গেট তৈরি করা হয়। ওই গেট দিয়ে এত দিন চার চাকার গাড়ি চলাচল না করতে পারলেও সাইকেলে, বাইকে বা হেঁটে যাতায়াত করা যেত। কিন্তু শুক্রবার কার্যত আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বভারতীর শিক্ষক কর্মচারী পড়ুয়া ছাড়া বাকিদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । সেন্ট্রাল অফিসের সামনে রাস্তার দু দিকের গেটই সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে । যদিও কার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে মুখ খুলতে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এই রাস্তা মেলার মাঠ এবং শান্তিনিকেতন থানা এলাকায় যাতায়াতের মূল রাস্তা। এই রাস্তা ব্যবহার করতে না পারার ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version