Monday, January 19, 2026

বিধি না মানলে লকডাউন এড়ানো যাবে না, সাবধান করলেন ফিরহাদ

Date:

Share post:

ভোটের মরসুমে মিটিং-মিছিল-সভা জমায়েত করোনার ঝুঁকি বাড়াচ্ছে। বাড়ছে করোনা সংক্রমণ।  এমনটাই মনে করছেন চিকিৎসকেরা। তা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে ই-মেল করা হয়েছে। এদিকে “বিধি না মানলে লকডাউন এড়ানো যাবে না”, করোনা মোকাবিলা নিয়ে এবার  কড়া বার্তা দিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কলকাতায় করোনার সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। শুক্রবারই কলকাতায় ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত চার মাসে সর্বোচ্চ বলে জানা গিয়েছে।  মাত্র দিন     কয়েক আগেই যা ৩০ এ নেমেছিল। তাই মহানগরবাসীর কাছে  পুর প্রশাসক ফিরহাদ অনুরোধ জানালেন, ‘আমি শহরবাসীর কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা করোনার বিধিনিষেধ মানুন। মাস্ক পরতে হবে এবং দূরত্ববিধি মানতেই হবে।’ একইসঙ্গে ঘোষণা করলেন সচেতনতা বাড়াতে পুরসভা একগুচ্ছ নতুন কর্মসূচি গ্রহণ করতে চলেছে।। আর তা মেনে চলার ক্ষেত্রেও এ বার  কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ এবং পুরসভাও। সেকথা শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন পুর প্রশাসক।

 

এদিন একইসঙ্গে রাজ্যবাসীকে করোনার প্রতিষেধক নেওয়ার অনুরোধ জানান ফিরহাদ। তিনি বলেন, “বয়স্ক এবং যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের টিকা নিতে অনুরোধ করছি। কোভিড টেস্ট বাড়ানোর চেষ্টা চলছে। আমার প্রত্যেককেই টিকা দেওয়ার বিষয়ে কেন্দ্রকে বলেছি। এখনও জবাব আসেনি।” শহরের করোনা পরিস্থিতি মোকাবিলায় পুরসভার পাশাপাশি এবার কড়া পদক্ষেপ করতে চলেছে পুলিশও। রাস্তায় নজরদারি বাড়ানো হচ্ছে। শুক্রবার লালবাজারে সমস্ত ডিসি-দের নিয়ে বৈঠক করেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। ওই বৈঠকে মাস্ক এবং দূরত্ববিধি নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি থানা এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা করোনা বিধি মানবেন না, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।  তাদের বক্তব্য, মানুষকে  সচেতন হতে হবে, তেমনই পুলিশ এবং প্রশাসনিক কর্তাদেরও কড়া হতে হবে।

 

spot_img

Related articles

হিন্দিতে কথা না বলার শাস্তি! ছত্তিশগড়ে ৩ বাঙালি ছাত্রকে নামিয়ে দেওয়া হল ট্রেন থেকে

বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর নির্যাতন অব্যাহত। বেছে বেছে বাঙালি-অত্যাচার কেন? এই প্রশ্নের জবাব এখনও মেলেনি। এবার বাংলা বলার...

আগে আত্মসমর্পণ: হাই কোর্টের নির্দেশ বহাল রেখে BDO প্রশান্ত বর্মণকে সুপ্রিম নির্দেশ

স্বর্ণ ব্যবসায়ী খুনে তিনিই মূল অভিযুক্ত। যতদিন আদালতের দিক থেকে কোনও ভয় ছিল না ততদিন বুক ফুলিয়ে নিজেকে...

এবারই গ্রিনল্যান্ড দখল! শুল্কেও অনড় ইউরোপের ঐক্যকে ট্রাম্পের নতুন হুমকি

ইউরোপের দেশগুলির উপর শুল্ক চাপিয়ে গ্রিনল্যান্ড দখল করার মরিয়া চেষ্টা চালিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু...

পারলে বিজেপি দিল্লি সামলা: মোদির দিশাহীন সিঙ্গুর বৈঠকে ফের সুর চড়ালেন অভিষেক

সোমবার বারাসতের সভার আগেই সভার মেজাজ বেঁধে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সিঙ্গুরে যে দিশাহীন...