Thursday, August 28, 2025

প্রায় এক যুগ পর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের(RSS) সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন সুরেশ ভাইয়াজি যোশি। তার পরিবর্তে আরএসএসের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন দত্তাত্রেয় হোসেবালে(Dattatreya Hosabale)। শনিবার ব্যাঙ্গালুরুতে আরএসএসের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকে দত্তাত্রেয়কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। প্রসঙ্গত, এই দত্তাত্রেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি।

উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলানো সুরেশ ভাইয়াজি যোশি তার শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। ফলস্বরূপ তার পরিবর্তে বিকল্প মুখ অত্যন্ত প্রয়োজন হয়ে উঠেছিল সংঘের জন্য। সংঘের সাধারণ সম্পাদক হিসেবে হাতের কাছে যে মুখগুলি ছিলেন তারা হলেন দত্তাত্রেয় হোসেবোলে, মনমোহন বৈদ্য। শেষ পর্যন্ত মোদি ঘনিষ্ঠ ৬৬ বছর বয়সী সংঘের প্রচারক দত্তাত্রেয় এই পদের জন্য মনোনীত হন।

আরও পড়ুন:লালুদার ফুচকার টানে ছুটে আসেন, বেহালা পশ্চিমে শ্রাবন্তী ঘরের মেয়ে বলেই পরিচয় দিলেন

প্রসঙ্গত, ১৯৫৫ সালের ১ ডিসেম্বর কর্ণাটকের শিমোগো জেলার সোরাবা গণ্ডেতে জন্মগ্রহণ করেন দত্তাত্রেয় হোসেবোলে। ছাত্রজীবনে সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত হন। প্রায় ১৫ বছর সংগঠনের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারির বিরুদ্ধে জয়প্রকাশের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে যোগ দেন। জরুরি অবস্থার সময়ে জেলেও যেতে হয় তাঁকে। প্রায় ২২ মাস জেলে কাটিয়েছিলেন তিনি। ২০০৯ সালে সঙ্ঘের সহকারী সাধারণ সম্পাদক পদে দেওয়া হয় তাকে। দীর্ঘ বছর এই দায়িত্ব সামলানোর পরে সংগঠনের দ্বিতীয় শীর্ষ পদে উন্নীত হলেন তিনি।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version