Sunday, May 4, 2025

‘হুইল চেয়ারে বসে পা দেখাচ্ছেন দিদি’, খড়্গপুরে বিস্ফোরক মন্তব্য দিলীপের

Date:

খড়্গপুরে প্রধানমন্ত্রীর(Prime Minister) জনসভায় উপস্থিত হয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি(BJP) সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তিনি দাবি করেন, দুয়ারের সরকার এখনও হুইলচেয়ার সরকারে পরিণত হয়েছে। একইসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে দিলীপ বলেন, ‘সরকারের কোনও কিছু দেখানোর নেই তাই পা দেখাচ্ছেন তিনি।’

শনিবার খড়্গপুরে বিএনআর মাঠে প্রধানমন্ত্রী পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানিয়ে ভাষণ দিতে ওঠেন দিলীপ ঘোষ। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, ‘দুয়ারে সরকারের সময় সবাই বলেছিল যমের দুয়ারে সরকার। আর এখন সরকার হুইল চেয়ারে চলে গিয়েছে। সরকার আর নিজের পায়ে হাঁটতে পারছে না।’ পাশাপাশি তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, ‘যে কাজ সরকার করেছে, তাতে লোক আর দিদির মুখ দেখতে চায় না। তাই পা দেখাচ্ছেন।’ সাধারণ মানুষকে পা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করছেন বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি। এছাড়াও, রাজ্যে বিজেপি সরকার এলে, ‘কোনও যুবককে কাজের জন্য বাইরের রাজ্যে যেতে হবে না। চিকিৎসার জন্য কাউকে বাইরের রাজ্যে যেতে হবে না। বিচারের জন্য থানায় গিয়ে পড়ে থাকতে হবে না। আর বা-বোনেরাও সুরক্ষিত থাকবেন’ বলেও দাবি করেছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:বিধি না মানলে লকডাউন এড়ানো যাবে না, সাবধান করলেন ফিরহাদ

একইসঙ্গে খড়্গপুরের জনসভা থেকে অতীতের বিজেপিকে তুলে ধরে তিনি বলেন, ২০১৬ সালে বিজেপি লড়াই ছিল বিধানসভায় ঢোকার। সেই সময় খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়েছিলেন বলেও স্মরণ করান এদিন। পাশাপাশি বলেন, এবারের লড়াই হল নবান্নে ঢোকার লড়াই। ২০০-র বেশি আসন নিয়ে সেই লড়াইয়ে বিজেপি জয়ী হবে বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

Related articles

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...
Exit mobile version