Sunday, November 16, 2025

‘হুইল চেয়ারে বসে পা দেখাচ্ছেন দিদি’, খড়্গপুরে বিস্ফোরক মন্তব্য দিলীপের

Date:

খড়্গপুরে প্রধানমন্ত্রীর(Prime Minister) জনসভায় উপস্থিত হয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি(BJP) সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তিনি দাবি করেন, দুয়ারের সরকার এখনও হুইলচেয়ার সরকারে পরিণত হয়েছে। একইসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে দিলীপ বলেন, ‘সরকারের কোনও কিছু দেখানোর নেই তাই পা দেখাচ্ছেন তিনি।’

শনিবার খড়্গপুরে বিএনআর মাঠে প্রধানমন্ত্রী পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানিয়ে ভাষণ দিতে ওঠেন দিলীপ ঘোষ। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, ‘দুয়ারে সরকারের সময় সবাই বলেছিল যমের দুয়ারে সরকার। আর এখন সরকার হুইল চেয়ারে চলে গিয়েছে। সরকার আর নিজের পায়ে হাঁটতে পারছে না।’ পাশাপাশি তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, ‘যে কাজ সরকার করেছে, তাতে লোক আর দিদির মুখ দেখতে চায় না। তাই পা দেখাচ্ছেন।’ সাধারণ মানুষকে পা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করছেন বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি। এছাড়াও, রাজ্যে বিজেপি সরকার এলে, ‘কোনও যুবককে কাজের জন্য বাইরের রাজ্যে যেতে হবে না। চিকিৎসার জন্য কাউকে বাইরের রাজ্যে যেতে হবে না। বিচারের জন্য থানায় গিয়ে পড়ে থাকতে হবে না। আর বা-বোনেরাও সুরক্ষিত থাকবেন’ বলেও দাবি করেছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:বিধি না মানলে লকডাউন এড়ানো যাবে না, সাবধান করলেন ফিরহাদ

একইসঙ্গে খড়্গপুরের জনসভা থেকে অতীতের বিজেপিকে তুলে ধরে তিনি বলেন, ২০১৬ সালে বিজেপি লড়াই ছিল বিধানসভায় ঢোকার। সেই সময় খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়েছিলেন বলেও স্মরণ করান এদিন। পাশাপাশি বলেন, এবারের লড়াই হল নবান্নে ঢোকার লড়াই। ২০০-র বেশি আসন নিয়ে সেই লড়াইয়ে বিজেপি জয়ী হবে বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version